• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘RRR’ অস্কার জিততেই তুঙ্গে চাহিদা! বলিউডকে ধুলোয় মেশাতে একসঙ্গে ৩ সিনেমা নিয়ে আসছেন রাম চরণ

Updated on:

RRR fame south Indian actor Ram Charan upcoming movie list

দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির (South Indian Industry) অত্যন্ত প্রতিভাবান একজন অভিনেতা হলেন রাম চরণ (Ram Charan)। মেগাস্টার চিরঞ্জীবীর পুত্র হলেও নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে কোটি কোটি সিনেপ্রেমী মানুষদের মন জয় করে নিয়েছেন তিনি। অস্কারজয়ী ‘আরআরআর’ (RRR) সিনেমায় অভিনয়ের পর এখন বিদেশেও অগুণতি অনুরাগী রয়েছে দক্ষিণী অভিনেতার।

এস এস রাজামৌলী পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘আরআরআর’এ অভিনয়ের পর থেকে রাম চরণের কেরিয়ারের মোড় কার্যত ঘুরে গিয়েছে। চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে অভিনেতার ডিম্যান্ডও প্রচুর বেড়ে গিয়েছে। একের পর এক ছবি সই করছেন অভিনেতা। শীঘ্রই যেমন প্রেক্ষাগৃহে রিলিজ করতে চলেছে অভিনেতার ৩ সিনেমা। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক রাম চরণের আসন্ন ৩ ছবির (Upcoming Movies) নাম।

Ram Charan, Ram Charan upcoming movies

গেম চেঞ্জার (Game Changer)- ব্লকবাস্টার ‘আরআরআর’র পর রাম চরণকে ‘গেম চেঞ্জার’ ছবিতে দেখা যাবে। বহুপ্রতীক্ষিত এই সিনেমায় দক্ষিণী সুপারস্টারের নায়িকা হিসেবে বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানীকে দেখা যাবে। ছবির পরিচালনা করছেন এস শঙ্কর।

Game Changer, Game Changer movie, Ram Charan upcoming movie

RC 16- রাম চরণের হাতে ‘RC 16’ ছবিটিও রয়েছে। এই সিনেমা পরিচালনা করছেন ‘জার্সি’ খ্যাত পরিচালক গৌতম তিন্নাউরি। আগামী বছরের বহু প্রতীক্ষিত দক্ষিণী সিনেমাগুলির মধ্যে একটি হল এটি।

Ram Charan Gowtam Tinnauri movie, Ram Charan upcoming movie, RC 16, RC 16 movie

রাম চরণ প্রশান্ত নীলের ছবি (Ram Charan Prashanth Neel Movie)- ব্লকবাস্টার ‘কেজিএফ’ ছবি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। এই সিনেমার হাত ধরে রাতারাতি ভাগ্য বদলে যায় যশের। এবার সেই পরিচালকের সঙ্গেই জুটি বাঁধছেন ‘আরআরআর’ তারকা রাম চরণ।

Ram Charan and Prashanth Neel movie, Ram Charan upcoming movie

জানা গিয়েছে, রাম চরণের এই প্রোজেক্ট ‘কেজিএফ’র মতোই একটি ফ্র্যাঞ্চাইজি হতে চলেছে। পাশাপাশি পুরোদস্তুর অ্যাকশন ঘরানার ছবি হতে চলেছে এটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥