• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রয়াত অস্কারজয়ী RRR অভিনেতা! প্রিয় শিল্পীর অকালপ্রয়াণে ভেঙে পড়েছেন পরিচালক রাজামৌলি

এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ (RRR) ছবিটি সাম্প্রতিক অতীতে একাধিকবার বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছে। গোল্ডেন গ্লোব থেকে শুরু করে অস্কার- একাধিক পুরস্কার জিতেছে এই ছবির ‘নাটু নাটু’ গানটি। সেই সঙ্গে বক্স অফিসে দারুণ ব্যবসা তো রয়েছেই। তবে এবার এই ছবিরই এক অভিনেতা প্রয়াত (Death) হলেন।

‘বাহুবলী’ পরিচালক রাজামৌলীর এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রাম চরণ এবং জুনিয়র এনটিআর। বলিউডের দুই নামী তারকা অজয় দেবগণ এবং আলিয়া ভাটকে ক্যামিও রোলে দেখা গিয়েছিল। যেহেতু পরাধীন ভারতের কাহিনী দেখানো হয়েছিল, সেই জন্য একাধিক বিদেশি তারকাকেও অভিনয় করতে দেখা গিয়েছিল এই সিনেমায়।

   

RRR, RRR actor death

এমনই একজন অভিনেতা হলেন রে স্টিভেনসন (Ray Stevenson)। ‘আরআরআর’ ছবিতে গভর্নর স্কট বাক্সটনের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। নেতিবাচক চরিত্র হলেও তাঁর অভিনয় দাগ কেটেছিল দর্শকমনে। সম্প্রতি মাত্র ৫৮ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা।

রে স্টিভেনসনের মুখপাত্রের তরফ থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। যদিও কী কারণে তাঁর প্রয়াণ হয়েছে তা এখনও জানা যায়নি। তবে পর্দার স্কটের প্রয়াণের খবর প্রকাশ্যে আসা মাত্রই শোকের ছায়া নেমে এসেছে ‘আরআরআর’ শিবিরে। অন্যতম পছন্দের অভিনেতাকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিচালক রাজামৌলী (SS Rajamouli)।

Ray Stevenson, Ray Stevenson passed away, Ray Stevenson death

‘আরআরআর’ ছবির অফিশিয়াল টুইটার থেকে শোক জাহির করে লেখা হয়েছে, ‘আমাদের দলের প্রত্যেকের জন্য কী মর্মান্তিক একটা খবর! আপনার আত্মার শান্তি কামনা করি রে স্টিভেনসন। আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন স্যার স্কট’। পরিচালক রাজামৌলী দুঃখপ্রকাশ করে লিখেছেন, ‘মর্মান্তিক… আমি এই সংবাদটা এখনও বিশ্বাস করতে পারছি না। রে সবসময় উচ্ছল এবং প্রাণবন্ত স্বভাব নিয়ে সেটে আসতেন। বাকি প্রত্যেকের মধ্যে সেই স্বভাব ছড়িয়ে দিতেন। ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। রে-র পরিবারের জন্য আমি প্রার্থনা করছি। ওনার আত্মার শান্তি কামনা করি।


‘আরআরআর’ খ্যাত এই অভিনেতার কেরিয়ার শুরু হয়েছিল ব্রিটিশ টেলিভিশনের হাত ধরে। এরপর ‘দ্য থিয়োরি অফ ফ্লাইট’ সিনেমার হাত ধরে হলিউডে পদার্পণ করেন তিনি। এরপর মার্ভেলের ‘থর’ ফ্র্যাঞ্চাইজি, জনপ্রিয় ওয়েব সিরিজ ‘রোম’এ অভিনয় করেন রে। মাত্র ৫৮ বছর বয়সে এত প্রতিভাবান এক অভিনেতার মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা।