• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোটিতে ছাড়া কথা বলেন RRR অভিনেতা জুনিয়র NTR! নিজের বিয়েতেই রেখেছিলেন ১০০ কোটির বাজেট

মুক্তির পর থেকে বক্স অফিসের পুরনো সব রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টির পথে এগিয়ে চলেছে রাজামৌলি (SS Rajmouli) পরিচালিত বহু প্রতিক্ষীত সিনেমা আর আর আর। তেলুগু স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতা রামা রাজু এবং কোমারাম ভীমের জীবনের উপর ভিত্তি করে তৈরি এই পিরিয়ড ড্রামাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় সুপারস্টার রামচরণ এবং জুনিয়র এন টি আর।

মুক্তির পর থেকেই একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছে আর আর আর। ইতিমধ্যেই মুক্তির ৫ দিনেই ৬০০ কোটি আয় করে ফেলেছে এই সিনেমা। যা দেখে অনুমান করা হচ্ছে এই ছবিটি এবার ২ হাজার কোটি আয়ের পথে হাঁটতে চলেছে আর আর আর। এই ছবি মুক্তির পর থেকেই নিজের আকর্ষণীয় পেশীবহুল চেহারার জন্য শিরোনামে রয়েছেন অভিনেতা জুনিয়র এনটিআর।

   

RRR,আর আর আর,Junior NTR,জুনিয়র এনটিআর,এস এস রাজামৌলি,SS Rajmouli,Marriage,বিয়ে,100 Crore Budget,১০০ কোটি বাজেট
সেইসাথে আরও একটি কারণে সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন এই অভিনেতা। জানা গেছে আজ থেকে ১১ বছর আগে ২০১১ সালে নিজের বিয়ের জন্যই ১০০ কোটির বাজেট রেখেছিলেন অভিনেতা। তার স্ত্রীর নাম লক্ষ্মী প্রণথী। জানা যায় তিনি বিনোদন জগতের কেউ নন, তবে দুই পরিবারের তরফেই দেখেশুনে বিয়ে দেওয়া হয়েছিল তাদের।

RRR,আর আর আর,Junior NTR,জুনিয়র এনটিআর,এস এস রাজামৌলি,SS Rajmouli,Marriage,বিয়ে,100 Crore Budget,১০০ কোটি বাজেট
জানা যায় হাইটেক এক্সিবিশন সেন্টারে আয়োজিত হয়েছিল তাদের সেই রাজকীয় বিয়ের অনুষ্ঠান। বর্তমানে দুই সন্তান, নন্দমুরি ভার্গব রাম ও নন্দমুরি অভয় রাম কে নিয়ে সুখী সংসার। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবারের সাথেই দিনের বেশিরভাগ সময় কাটাতে পছন্দ করেন এই আর আর আর অভিনেতা।

RRR,আর আর আর,Junior NTR,জুনিয়র এনটিআর,এস এস রাজামৌলি,SS Rajmouli,Marriage,বিয়ে,100 Crore Budget,১০০ কোটি বাজেট
জুনিয়র এনটি আর এর বিয়েতে তার স্ত্রী লক্ষ্মী প্রণথী যে শাড়ি টি পরেছিলেন তার দাম শুনলে আঁতকে উঠবেন যে কেউ। কারণ সেই শাড়ির দাম ছিল ১ কোটি টাকা। এছাড়া যে মন্ডপে বসে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল জানা যায় সেই মণ্ডপটি তৈরি করতে খরচা পড়েছিল ১৮ কোটি টাকা। জানা যায় এন টি আর এর বিয়েতে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা ছাড়াও সেইসময় উপস্থিত ছিলেন তার ১২ হাজার ভক্ত।

site