দক্ষিণী ছবির দাপটে রীতিমতো সিঁটিয়ে গিয়েছে বলিউড। তার উপর পরিচালক যখন স্বয়ং রাজা মৌলি (Raja Mouli)। তাই এবারেও পর্দায় অব্যাহত তার ম্যাজিক। দক্ষিণ ভারতীয় সিনেমা ‘বাহুবলী’র কথা সবাই জানেন। এই সিনেমার মুক্তির পর রাজমৌলি বুঝিয়ে দিয়েছিলেন উত্থান কাকে বলে। তাই বাহুবলী ফ্রাঞ্চাইজির দু’দুটি ছবির আকাশছোঁয়া সাফল্যের পর সিনেমাপ্রেমীরা দিন গুনছিলেন পরিচালক এস এস রাজামৌলির বহু প্রতিক্ষীত সিনেমা ‘আর আর আর’ (RRR)-এর মুক্তির অপেক্ষায়।
অবশেষে ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ২৫ মার্চ মুক্তি পেয়েছে এই বহু প্রতীক্ষিত সিনেমা। মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছে রামচরণ (Ramcharan) এবং জুনিয়র এনটিআর (Jr NTR) অভিনীত এই দক্ষিণ ভারতীয় সিনেমা আরআরআর (RRR)। তাই একথা বলতেই হয় দর্শকদের একেবারেই নিরাশ করেননি পরিচালক।
এসএস রাজামৌলির ছবি ‘আরআরআর’ প্রতিদিন বক্স অফিসে ইতিহাস তৈরি করছে। ফিল্মের শক্তিশালী স্টারকাস্ট রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগন, অলিভিয়া মরিস, রে স্টিভেনসন এবং অ্যালিসন ডোডির জাদু মানুষকে পাগল করে তুলছে। যে কারণে মাত্র ৫ দিনে বিশ্বব্যাপী ৬০০ কোটির বেশি আয় করেছে ছবিটি।
#RRRMovie WW Box Office
ENTERS ₹600 cr club in just 5 days.
Day 1 – ₹ 257.15 cr
Day 2 – ₹ 114.38 cr
Day 3 – ₹ 118.63 cr
Day 4 – ₹ 72.80 cr
Day 5 – ₹ 58.46 cr
Total – ₹ 621.42 cr#RamCharan #JrNTR #SSRajamouli— Manobala Vijayabalan (@ManobalaV) March 30, 2022
বুধবার, চলচ্চিত্র বিশ্লেষক, মনোবালা বিজয়বালন টুইট করেছেন, “বিশ্বব্যাপী বক্স অফিস মাত্র ৫ দিনে ৬০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে RRR। প্রথম দিন শুক্রবার – ২৫৭ কোটি, দিন ২ শনিবার – ১১৪ কোটি, তৃতীয় দিন রবিবার -১১৮.৬৮ কোটি, চতুর্তজ দিন সোমবার – ৭২.৮০ কোটি, পঞ্চম দিন মঙ্গলবার – ₹ ৫৮.৪৬ কোটি, অর্থাৎ মোট আয় ৬২১ কোটি।
RRR’ শীঘ্রই ‘বাহুবলী’-এর জীবনকালের সংগ্রহকে ছাড়িয়ে যাবে, রাজামৌলির সবচেয়ে বড় অ্যাকশন ফিল্ম সিরিজ ‘বাহুবলী’র প্রথম ছবি, যেটি হিন্দি সংস্করণে প্রায় ১১৮ কোটি টাকা আয় করেছিল। ‘RRR’-এর হিন্দি সংস্করণ ইতিমধ্যে পাঁচ দিনে ১৫৭.৫৯ কোটি টাকা সংগ্রহ করেছে।