• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রাবন্তীর সঙ্গে বিয়ে ভাঙতে না ভাঙতেই নতুন সুন্দরী ‘নারী’তে মজেছেন রোশন সিং!

Published on:

Roshan Singh Srabanti Chatterjee

টলিতারকারা একে একে যেমন সাতপাকে বাঁধা পড়ছেন অন্যদিকে বিবাহ বিচ্ছেদও লেগেই রয়েছে পাল্লা দিয়ে। বেশ কয়েক মাস ধরেই জোর চর্চা চলছে টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee) এবং তার তৃতীয় স্বামী রোশন সিং (Roshan singh) কে নিয়ে।

Srabanti Chatterjee Roshan Singh

বিয়ের পর থেকে বেশ ভালোই ছিলেন রোশন সিং এবং শ্রাবন্তী। কিন্তু পুজোর আগে থেকেই কোনো এক অজানা কারণে চির ধরতে শুরু করে তাদের সম্পর্কে। আর তারপর থেকেই সমস্ত নজর এসে পড়ে রোশন সিং-এর উপরেও।

Roshan Singh abhimanyu chatterjee Srabanti Chatterjee

শ্রাবন্তীর মতোই তিনিও রাতারাতি হয়ে ওঠেন সেলিব্রিটি। হঠাৎই শ্রাবন্তীর সঙ্গে সমস্ত ছবি নিজের প্রোফাইল থেকে মুছে ফেলেন রোশন। এবং শ্রাবন্তীও ঠিক একই কাজ করেন। একে অপরের নাম না নিয়েই দুজন দুজনকে নিশানা করে পোস্ট যুদ্ধ চালাচ্ছিলেন শ্রাবন্তী রোশন।

Roshan singh Srabanti chatterjee

অভিনেত্রী শ্রাবন্তী এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন রোশনের প্রসঙ্গে, অন্যদিকে শ্রাবন্তী পতিও তাদের বিয়ের সম্পর্কে কিছুই বলতে নারাজ। আসলে কেরিয়ারের গ্রাফ তরতরিয়ে উঠলেও অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন খুব একটা সুখকর নয়। দুবার বিয়ে ভাঙার পরেই তৃতীয় বার রোশনের হাত ধরেছিলেন শ্রাবন্তী, কিন্তু আজ সেই সম্পর্কও তাসের ঘরের মতোই ভাঙতে বসেছে, তাই নিজেকে এখন তিনি ব্যস্ত রাখছেন অভিনয়ে। অন্যদিকে রোশনকেও প্রায়শই দেখা যায় জিমে শরীরচর্চার ছবি ভিডিও পোস্ট করতে।

Roshan singh Srabanti chatterjee

কিন্তু এবার আর শরীর চর্চার ছবি নয়। সম্প্রতি রোশন সিং তার সুন্দরী বান্ধবী অনম খানের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন ‘ওই আমার মনের বন্ধু’। আর এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তুমুল জল্পনা তৈরি হয়েছে। স্পষ্ট বোঝাই যাচ্ছে, রোশন এখন শ্রাবন্তীকে ভুলে দিব্যি রয়েছেন তবে এই বান্ধবীর সঙ্গে সম্পর্কের জল কতদূর এগিয়েছে সে সম্পর্কে এখনও কোনো স্পষ্ট ধারণা মেলেনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥