টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির (Srabanti Chatterjee) ব্যক্তিগত জীবন যেন হার মানাবে যেকোনো সিনেমাকেও। গত কয়েক বছর ধরেই ‘বিবাহ বিতর্ক’ এর জেরে শিরোনামে রয়েছেন অভিনেত্রী। তার তৃতীয় স্বামী রোশন সিং- এর সাথে (roshan singh) সুন্দরীর সম্পর্ক যে তলানিতে এসে ঠেকেছে তা আর জানতে কারোরই বাকি নেই। এর মধ্যেই নয়া গুঞ্জন ফের নাকি অন্য একজনের প্রেমে পড়েছেন শ্রাবন্তী।
প্রথম থেকে বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও শ্রাবন্তীকে ফিরে পেতে চান রোশন। এমনকি এর জন্য পুলিশের দোরগোড়া অবধিও গিয়েছেন তিনি। যদিও এতে তবে লাভ কিছুই হয়নি। এরই মধ্যে টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, ফের নাকি প্রেমে পড়েছেন অভিনেত্রী। শ্রাবন্তীর আবাসনেরই এক ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সাথেই নাম জড়িয়েছে অভিনেত্রীর। তার ওপর সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ছবি আরো বাড়িয়ে তুলেছে জল্পনা।
রোশন সিংয়ের মতে, ‘একবছরের জন্য বিয়ে করতে তো আমি চাইনি!’ খানিকটা ক্ষোভের সুরেই তিনি বলেন, ‘ একেরপর এক ভুল করে চলেছে শ্রাবন্তী। আর ওর পরিবার কিভাবে ওর ভুলে সঙ্গ দিচ্ছে সেটা আমি সত্যি বুঝতে পারছি না।’ কিন্তু রোশনের এই কাতর আর্তিতেও কর্ণপাত করেননি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বরং কদিন আগেই মহাসমারোহে নতুন প্রেমিকের জন্মদিনও পালন করেছেন অভিনেত্রী।
কিন্তু অনেক চেষ্টা করেই শ্রাবন্তীর হেলদোল না দেখতে পেয়ে ফের প্রাক্তন স্ত্রীকে বিভিন্ন ভাবে খোঁচা দিয়ে চলেছেন রোশন। হাতে একটি মুরগীকে নিয়ে রোশন ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের নতুন নারী।’ রোশন যে পরোক্ষ ভাবে এই পোস্টের মাধ্যমে শ্রাবন্তীকেই বিঁধতে চাইছেন তা আর বলার অপেক্ষা রাখেনা।
অন্যদিকে শ্রাবন্তীও বেশ রয়েছেন নিজের মতোই খোশ মেজাজে। কখনও সে বউ সেজে ফটোশ্যুট করছেন, কখনো বা নুসরত জাহান, তনুশ্রীর সঙ্গে জমিয়ে করছেন পার্টি। এদিন কাশ্মীরের সবুজে ঘেরা পহেলগাও এলাকায় রোদ পোহানোর ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। তার ক্যাপশনে নায়িকা লিখেছেন, “পৃথিবী সবচেয়ে সুন্দর আর সেরা জিনিসগুলো ধরা কিংবা ছোঁয়ার বাইরেই থাকে – সেগুলি অনুভব করতে হয়।”