টলিপাড়ার নায়িকা শ্রাবন্তী (srabanti) আর তার তৃতীয় স্বামী রোশন সিংয়ের (roshan singh) সম্পর্ক দীর্ঘদিন ধরেই শিরোনাম করে চর্চায় ছিল। তবে সেসব এখন অতীত, বর্ষার মরশুমে ফের প্রেমের হাওয়ায় মাতোয়ারা অভিনেত্রী। শ্রাবন্তীর চতুর্থ প্রেমের গুঞ্জনে ভরেছে সোশ্যাল মিডিয়া থেকে টলিপাড়া। তিন তিনটে প্রেম পেরিয়ে চতুর্থ প্রেম কি আর চাড্ডি খানি কথা! তাই তো বর্তমানে তুমুল চর্চার বিষয় শ্রাবন্তীর নতুন প্রেম।
তৃতীয় স্বামী রোশনের থেকে এক বছরের বেশি সময় আলাদা শ্রাবন্তী। দুজনের বৈবাহিক সম্পর্ক একেবারে তলানিতে, ইতিমধ্যেই ডিভোর্সের মামলা চলছে কোর্টে। যদিও রোশন কিন্তু শ্রাবন্তিকেই ফিরে পেতে চাইছেন নিজের জীবনে। তবে শ্রাবন্তীর ক্ষেত্রে উল্টোটাই মনে হচ্ছে। কারণ ইদানিং অভিরূপ নাগ চৌধুরীর সাথে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন নিয়ে মেতেছে টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া।
এরই মধ্যে রোশন সিংয়ের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিতেই দেখা গেল দেবদাসের ছবি! এক হাতে মদের বোতল আর অন্য হাতে জড়ানো রয়েছে জুঁই ফুলের মালা। একেবারে শাহরুখ খানের আইকনিক দেবদাস ছবির সাজ। পারোর প্রেমে পাগল হয়ে ঠিক যেমন অবস্থা হয়েছিল শাহরুখের তেমনিই হয়তো হয়েছে রোশানের।
তবে একটি ছবিতে শেষ হয়নি বরং আরো একটি ছবি আর সাথে একটি ভিডিও রয়েছে রোশানের ইনস্টাগ্রাম স্টোরিতে। দ্বিতীয় ছবিতে কন্ডোমের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে একটি হৃদয়কে যেটা ধরে রয়েছে একটা পুরুষের হাত। আর তার দিকে হাত বাড়িয়ে রয়েছে কোনো এক নারীর হাত। ছবিতেই লেখা রয়েছে, ‘ছবিটিতে গভীর অর্থ রয়েছে’।
এরপর তৃতীয় স্টোরিতে পরকীয়া করা প্রেমিকাকে দেখা ফেলার একটি ভিডিও রয়েছে। যেখানে একটি ছেলে তার প্রেমিকাকে অন্য কারোর সাথে দেখা করতে দেখতে পেয়ে গিইয়েছে। তারপর মুখ ফিরিয়ে চলে আসছে। এই তিনটি স্টোরিতে ঠিক কি বোঝাতে চাইছেন রোশন? ইঙ্গিত দিচ্ছেন যে শ্রাবন্তীকেই ফিরে পেতে চান তিনি? নাকি অন্য কিছু! এর উত্তর অবশ্য এখনও অধরাই।