• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেঁটে বর বিয়ে করে অসুখী! কেমন কাটছে দাম্পত্য জীবন? নিজেই জানালেন রুশা চ্যাটার্জী

Published on:

Roosha Chatterjee Shared Photo with Husband after Marriage goes viral on social media

বাংলা সিরিয়ালের (Bengali Serial) একজন প্রাক্তন অভিনেত্রী হলেন রুশা চ্যাটার্জী (Roosha Chatterjee)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে আজও তিনি ‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালের উষসী  (Ushashee) নামেই পরিচিত। চলতি বছরের শুরুতেই অর্থাৎ গত ১৯ জানুয়ারি মনের মানুষ অনুরণন রায়চৌধুরীর সাথে বিয়ের পর থেকেই যেন বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না এই সুন্দরী অভিনেত্রীর।

বিয়ের পর থেকেই অভিনেত্রীর বর আর তাঁর বিবাহিত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই নেটিজেনদের। রুশার বিয়ের ছবি ভাইরাল হতেই তাঁর বরের চেহারা নিয়ে শুরু হয়ে যায় চুলচেরা বিশ্লেষণ। কটাক্ষ করে অনেকেই ‘বেঁটে বর’-এর তকমা দিয়েছিলেন রুশার বর অনুরণনকে। এমনকি অনেকে বলতে শুরু করেন বিয়ে হতে না হতেই অশান্তি শুরু হয়েছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনেও।
Roosha Chatterjee Wedding Photos
প্রসঙ্গত বিয়ের পরপরই বিদেশ থেকে নিজের একার ছবি দিয়েছিলেন রুশ। যা দেখে অনেকেই ভাবতে শুরু করেছিলেন বিয়ের পর  বিদেশে গিয়ে  বোধহয় মন ভালো নেই নায়িকার। বাবা মায়ের দেখে দেওয়া পাত্রের সাথে বিয়ে করে ভুল সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবার অনেকে প্রকাশ্যে বলতে শুরু করেন রুশার মতো সুন্দরী অভিনেত্রীর হ্যান্ডসাম বর হওয়া উচিত ছিল।
Roosha Chatterjee, রুশা চট্টোপাধ্যায়, রুশা চ্যাটার্জি
মোটকথা সকলের দাবি অনুরণনের সাথে তাঁর জুটিটা একেবারেই মানাচ্ছে না। তবে বরাবরই নিন্দুকদের কোন সমালোচনাই গায়ে মাখেননি রুশা। অবশেষে স্বামীকে নিয়ে লাগাতার ঘটে চলা  নোংরা ট্রোলিং থেকে শুরু করে কুরুচিকর মন্তব্য সবকিছুর সপাট  জবাব দিয়ে মুখ খুললেন খোদ অভিনেত্রী রুশা চ্যাটার্জী নিজেই। তবে কথা দিয়ে নয়, এদিন অভিনেত্রী সকলের সমস্ত নিন্দার জবাব দিয়েছেন একটি ছবির মাধ্যমে। এদিন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই ব্রুকলিন ব্রিজের সামনে দাঁড়িয়ে স্বামী অনুরণনের সাথে একটি  দারুণ সুন্দর রোমান্টিক ছবি শেয়ার করেছিলেন রুশা।
Roosha Chatterjee Anuranan Roychowdhury Bengali New year celebration
ছবিতে দেখা যাচ্ছে স্বামী অনুরণনকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আর একটা হাত তাঁর বুকে রেখে দু চোখের গভীরে ডুব দিয়েছেন রুশা। অন্যদিকে স্ত্রীর দিকে হাসি মুখে তাকিয়ে রয়েছেন অনুরণন। এমন সুন্দর একটা মিষ্টি ছবি দিয়ে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘এই ভালোবাসার হাসিকে ভালোবাসি। তোমাকে ভালবাসি বর’।


এদিন অত্যন্ত রোমান্টিকভাবেই প্রথম প্রকাশ্যে স্বামী অনুরণন কে ভালোবাসার কথা বলতে দেখা গেল রুশাকে। আর এইভাবেই নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়ে নিজের স্বামীর সাথেই খুললাম খুল্লা প্রেম করছেন রুশা। ছবিতে দেখা যাচ্ছে রুশোর পরানো রয়েছে নীল রংয়ের ওয়ান পিস আর সাদা শু। অন্যদিকে তাঁর স্বামী অনুরণন পরেছেন বাদামি জ্যাকেট কালো টিশার্ট আর থ্রি কোয়াটার ডেনিম প্যান্ট।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥