বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রুকমা রায়। (Rooqma Roy)। রুকমা যেমন সুন্দরী তেমন তাঁর তুখোর অভিনয় ক্ষমতা। অভিনেত্রীকে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছে জি বাংলার (Zee Bangla) ‘লালকুঠি’ ধারাবাহিকে। ভিন্ন স্বাদের এই সিরিয়ালে প্রধান নায়িকা অনামিকা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি
অনেক দিন হল টিভির পর্দায় শেষ হয়েছে এই সিরিয়াল। তাই রুকমার অনুরাগীরাও চাইছিলেন তাঁকে নতুন সিরিয়ালে দেখতে। অবশেষে সকলের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাংলা সান বাংলার নতুন সিরিয়াল ‘রুপ সাগরে মনের মানুষ’ (Rup Sagore moner Manush)-এ কামব্যাক করেছেন রুকমা। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল অভিনেত্রীর এই নতুন সিরিয়ালের প্রথম প্রোমো।
প্রোমো আসতেই প্রত্যেকবারের মতো এবারও অপরূপ সুন্দরী রুকমার নতুন লুক প্রশংসা কুড়িয়েছিল দর্শকমহলে। অভিনেত্রীর ভক্ত এমনই একজন বয়স্ক মানুষ রুকমাকে আশীর্বাদ করে বলেছিলেন ‘রাজপুত্রের মতো বর পাও’। কিন্তু এতদিন পর্যন্ত জল্পনা জারি ছিল রুকমার নতুন ধারাবাহিকে তাঁর বিপরীতে নায়কের চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে।
সাধারণত রুকমার মত সুন্দরী অভিনেত্রীর পাশে মানানসই কোন হ্যান্ডসাম নায়কের আশা করে বসে ছিলেন অনুরাগীরা। কিন্তু সিরিয়ালের দ্বিতীয় প্রমো আসতেই সকলের সমস্ত আশায় জল ঢেলে দিয়েছেন নির্মাতারা। কারণ হ্যান্ডসাম লম্বা,ছিপছিপে চেহারার কোন হিরো নয় বরং মাঝারি চেহারার গোলুমলু এক আনকোরা নায়ককে আনা হচ্ছে রুকমার বিপরীতে।
এই নতুন নায়কের মুখ এখনও প্রকাশ্যে আনা হয়নি। যদিও প্রমোতে তার যে আভাস দর্শকরা পেয়েছেন তাতেই একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন সকলে। এমন গোলগাল হিরো দেখে রাগ চেপে রাখতে পারেননি অভিনেত্রীর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে কেউ লিখেছেন এমন কাওকে কেউ রুকমার নায়ক কি করে করতে পারে?
এমনই একজনের দাবি ‘নায়ক চেন্জ করা হোক। আমাদের প্রিয় রুকমা আরো হ্যান্ডসাম কেউ ডিজার্ভ করে’। কেউ আবার কটাক্ষ করে লিখেছেন ‘এই নায়ক মনে হচ্ছে নায়িকার বাবা আমার খুব হাসি পাচ্ছে।’ আসলে তামিল সিরিয়ালের রিমেক এই অসম প্রেমের সিরিয়ালের মাধ্যমে বার্তা দেওয়া হতে হবে ‘ভালোবাসা সৌন্দর্যের মাপকাঠিতে আটকে থাকে না।
এতদিন পর্যন্ত বেশিরভাগ বাংলা সিরিয়ালে এই দেখা যেত নায়িকাদের নিয়ে এই সাসপেন্স তৈরি করতে। নায়িকাদের চেহারা নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট করতেও দেখা যেত। কিন্তু এই সম্ভবত এই প্রথম কোন বাংলা সিরিয়ালে এমন গোলুমোলু চেহারার হিরো আনা হয়েছে। তবে দর্শকদের বেশিরভাগ অংশই চাইছেন এই নায়ক কে পাল্টে ফেলা হোক।
তো কেউ আবার নির্মাতাদের পাশে দাঁড়িয়ে বলেছেন ‘রূপ নয়,গুনটাই আসল’ এই টপিক গুলো বেকার আনা হয়। কারন এর থেকে মানুষ কোনো শিক্ষাই নিতে পারেনা। ‘রূপসাগরে মনের মানুষ’ সিরিয়ালের নায়ককে নিয়ে কিছু গ্রুপে আর পেজে যা শুরু হয়েছে তাতে করে এটা স্পষ্ট শুধুমাত্র সময়ের সংখ্যাটাই একবিংশ শতাব্দীতে এসে পৌঁছেছে আর মানুষের(যারা নেগেটিভ কমেন্ট করছে) চিন্তাভাবনার বিকাশ ঊনবিংশ শতাব্দীতেই থেমে রয়েছে।’