বাংলার সেরা রিয়েলিটি শো বলতে সবার প্রথমেই আসে, ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)-এর কথা। টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) অসাধারণ সঞ্চালনা এই অনুষ্ঠান কে দিয়েছে আলাদা মাত্রা। বাংলার নানান প্রান্ত থেকে সংগ্রামী দিদিরা আসা এই ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে। এই মঞ্চে এসেই তারা শোনান তাদের জীবনের নানান ওঠা পড়া সুখ-দুঃখের কাহিনী।
তবে শুধু সাধারণ মানুষই নন মাঝেমধ্যেই এই শোতে দেখা যায় বাংলার বিনোদন জগতের একাধিক অভিনেতা-অভিনেত্রীদের। এমনিতে প্রতি সপ্তাহে রবিবার থাকে এই শোয়ের সানডে ধামাকা স্পেশাল এপিসোড। তেমনই গতকাল রবিবাসরীয় ছুটির দিনে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে হাজির হয়েছিলেন জি বাংলার জনপ্রিয় তিনটি সিরিয়ালের পরিবার। তাদের মধ্যেই অন্যতম ছিল ‘লালকুঠি’ (Lalkuthi) পরিবার।
এদিন এই লালকুঠি সিরিয়াল থেকে দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে এসেছিলেন চার জন সদস্য। তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন এই সিরিয়ালের নায়িকা অনামিকা অভিনেত্রী রুকমা রায় (Rooqma Roy)। প্রসঙ্গত অভিনয়ের পাশাপাশি দারুন গানও করেন রূকমা। তবে শুধু গান কিংবা অভিনয় নয় পাশাপাশি রুকমার রয়েছে আরও একটা বিশেষ গুণ।
সে অন্যের গলা নকল করে দারুণ মিমিক্রি করতে পারে। এদিন দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে এসে সিরিয়ালের ঠাম্মি অভিনেত্রী অনামিকা সাহা (Anamika Saha) -কে নকল করে দেখিয়েছেন রুকমা। তার সেই অসাধারণ মিমিক্রি শুনে হেসে কুটোপাটি খাচ্ছিলেন শো এর সঞ্চালিকা রচনা ব্যানার্জি। প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও একবার সিরিয়াল শুরু হওয়ার আগে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসেছিলেন রুকমা।
সেবারও অনুমতি নিয়েই বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহার দারুন মিমিক্রি করে শুনিয়েছিলেন রুকমা। আর এদিনও দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে হুবহু অনামিকা সাহার গলা নকল করে রূকমা বলেন তিনি ঠাম্মির আশীর্বাদ নিয়েই খেলতে এসেছেন। সেইসাথে রুকমা ঠাম্মির হুবহু নকল করে জানিয়েছেন জিতে আসতে হবে। আর পারলে ফল নিয়ে যেতে বলেছেন তিনি। তার মধ্যে অন্যতম বেদানা আর শাঁকালু। এই পর্বের ভিডিও দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।