বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রুকমা রায় (Rooqma Roy)। দর্শকমহলে দারুন ফ্যান বেসও রয়েছে সুন্দরী রুকমার। তাই প্রিয় অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সম্পর্কে জানার জন্য অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। আজ অর্থাৎ ২৩ জানুয়ারি অভিনেত্রীর জন্মদিন। এদিন ২৮-এ পা দিয়েছেন অভিনেত্রী।
এমনিতে বরাবরই সোশ্যাল মিডিয়ায় রোজকার জীবনের নিয়মিত আপডেট দিয়ে থাকেন রুকমা। জন্মদিনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এদিন সোশ্যাল মিডিয়ায় ভীষণ মিষ্টি দেখতে তিনতলা একটি কেকের সাথে রীল ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। রুকমার অভিনব সেই বার্থডে কেকে সকলের নজর গিয়ে আটকেছে কেকের ওপরে লেখা মজার ক্যাপশনে।
কি লেখা ছিল সেখানে? দেখা গিয়ে ইংরেজি হরফে লেখা রয়েছে ‘আমার তো কোনো জামা-ই নেই কি পরবো’? এছাড়া ভিডিওর ক্যাপশনে রুকমার বার্তা ‘শান্তি বজায় রাখো এবং সেলিব্রেশন করো’। প্রসঙ্গত এরইমাঝে সদ্য মুক্তি পেয়েছে রহস্য রোমাঞ্চে মোড়া রুকমা-বিক্রম অভিনীত ওয়েব সিরিজ রক্ত করবী। এই নতুন প্রজেক্ট নিয়েই সম্প্রতি ইউটিউব চ্যানেল টলি টাইমের সাথে খোলামেলা আড্ডায় বসেছিলেন অভিনেত্রী।
View this post on Instagram
উল্লেখ্য লালকুঠির পর আরও একবার রহস্য রোমাঞ্চ নিয়েই ফিরছেন রুকমা। তাই এদিন অভিনেত্রী জানান রহস্য কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর। এছাড়া চারপাশে অনেকেরই রুকমার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের শেষ নেই। বিশেষ করে অভিনেত্রী কার সাথে সম্পর্কে রয়েছেন তা নিয়ে মাঝে মধ্যেই নাম উঠে আসে অনেকের।
বিশেষ করে সহ অভিনেতা রাহুল অরুণোদয় বানার্জির সাথে রুকমার সম্পর্ক থেকে বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। তবে সম্পর্ক নিয়ে যতই গুঞ্জন কানে আসুক না কেন বরাবরই সেসবে কান দেন অভিনেত্রী। রুকমার কথায় তিনি এখন এসব শুনে কোনো প্রতিক্রিয়াই দেন না কারণ এতে লোকের মনে আরও ভুল ধারণা হতে পারে। তবে বিয়ের প্রসঙ্গ উঠতেই এদিন মজা করেই রুকমা বলেন ‘কাল যদি ইচ্ছা হয়,কালই বিয়ে করে নেব’।