বাংলার দর্শকদের কাছে সিরিয়াল আজকের বিষয় নয়। আর সিরিয়াল প্রেমীদের কাছে দিনে দিনে বেড়েই চলেছে বাংলা সিরিয়ালের চাহিদা। দর্শকদের এই চাহিদা পূরণের কথা মাথায় রেখে একের পর এক ভিন্ন স্বাদের নিত্যনতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিচ্ছে বিনোদনমূলক চ্যানেল গুলি। এই তালিকায় একে অপরকে জোর টক্কর দিচ্ছে বাংলার দুই লিডিং এন্টারটেইনমেন্ট চ্যানেল স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলা (Zee Bangla) ।
অবসর সময়ে সিরিয়াল দেখা দর্শকদের প্রতিদিনের অভ্যাস। তাই দীর্ঘদিন ধরে সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের চরিত্ররাও একসময় হয়ে ওঠেন দর্শকদের ঘরের মানুষ। আর আজকাল সিরিয়াল দর্শকদের জীবনের সাথে এতটাই অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে কোন সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরেও তার চরিত্র গুলোর জনপ্রিয়তা কমে না এক ফোঁটা।
প্রসঙ্গত গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া খুললেই একটাই খবর বেশ কয়েকবার ঘুরে ফিরে আসতে দেখা যাচ্ছে। জানা যাচ্ছে জি বাংলায় খুব তাড়াতাড়ি আসতে চলেছে নতুন সিরিয়াল লালকুঠি (Lalkuthi)। ভৌতিক এবং রহস্য-রোমাঞ্চে ভরা এই সিরিয়ালের মুখ্য ভূমিকায় ধরা দিয়ে সবাইকে একেবারে চমকে দিয়েছেন জনপ্রিয় তথা টেলি অভিনেত্রী রুকমা রায় (Rooqma Roy)।
স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘দেশের মাটি’র মাম্পি চরিত্রের হাত আকাশছোঁয়া সাফল্য পেয়েছিলেন রুকমা। এই সিরিয়ালের রাজা মাম্পির জুটি দারুণ জনপ্রিয় হয়েছিল। এরইমধ্যে শোনা যাচ্ছে নতুন খবর। বলা হচ্ছে এই লালকুঠি সিরিয়ালেই সম্ভবত রুকমার বিপরীতে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই নতুন সিরিয়ালের হাত ধরেই আমরা ফের একবার রাজা মাম্পি জুটিকে দেখতে চলেছি লালকুঠি সিরিয়ালে।
কিন্তু রুকমা স্টার জলসার ঘরের মেয়ে। তাই হঠাৎ করেই এই অভিনেত্রীর জি বাংলায় চলে আসায় সোশ্যাল মিডিয়া জুড়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। এরইমধ্যে জানা যাচ্ছে আরও এক নতুন খবর। শোনা যাচ্ছে অপরাজিতা অপু খ্যাত অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey) এবার ডেবিউ করতে চলেছেন স্টার জলসার সিরিয়ালে। আর তার বিপরীতে দেখা যেতে পারে স্টার জলসার ফেলনা সিরিয়ালের মণীশ অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী।