• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লালকুঠি অতীত, নতুন নায়ক বিক্রমের সাথে জুটি বেঁধে ওয়েব দুনিয়ায় রুকমা, রইল প্রোমো ভিডিও

Published on:

Vikram Chatterjee and Rooqma Ray will be seen in a new web series named Roktokorobi

দু’জনেই বাংলা টেলিভিশন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ। দু’জনেরই অসংখ্য অনুরাগী রয়েছে। এবার তাঁরাই একসঙ্গে জুটি বাঁধলেন। এখানে কথা হচ্ছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) ও অভিনেত্রী রুকমা রায়ের (Rooqma Ray)। টলিপাড়ার এই দুই তারকা শীঘ্রই নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন।

বিক্রম একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। সুদর্শন এই অভিনেতা ‘সাত পাকে বাঁধা’, ‘ইচ্ছেনদী’, ‘ফাগুন বৌ’সহ একাধিক সিরিয়ালে নায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। অপরদিকে রুকমাও টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ।

Vikram Chatterjee Rooqma Ray

‘কিরণমালা’, ‘দেশের মাটি’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন রুকমা। সদ্য শেষ হওয়া ‘লালকুঠি’ ধারাবাহিকেও নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার পর দর্শকরা বেশ মিস করছিলেন তাঁকে। অবশেষে চলে এল নায়িকার নতুন প্রোজেক্ট।

বিক্রম-রুকমার অনুরাগীদের জানিয়ে রাখি, এই দুই তারকা কিন্তু কোনও নতুন সিরিয়াল নিয়ে আসছেন না। বরং তাঁরা জুটি বেঁধেছেন একটি ওয়েব সিরিজের জন্য। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই সিরিজের প্রথম ঝলক। আর তা দেখেই মুগ্ধ হয়ে গিয়েছে দর্শকরা।

Vikram Chatterjee Rooqma Ray

বাংলা টেলিভিশনের এই দুই জনপ্রিয় শিল্পীকে ‘রক্তকরবী’ (Roktokorobi) নামের একটি সিরিজে দেখা যাবে। সম্পূর্ণ রহস্য, রোমাঞ্চে ভরা এই সিরিজের প্রথম ঝলক দেখেই দর্শকদের বেশ মনে ধরেছে। এই সিরিজে যে সম্পর্কের জটিলতা দেখানো হবে তাও বোঝা গিয়েছে প্রোমো দেখেই।

 

View this post on Instagram

 

A post shared by ZEE5 Bangla (@zee5_bangla)

প্রসঙ্গত, বিক্রম এবং রুকমা ছাড়াও ‘রক্তকরবী’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলি সুন্দরী রাইমা সেনকে। ওয়েব সিরিজের টিজার ভিডিওয় দেখা গিয়েছে তাঁর উজ্জ্বল উপস্থিতি। পাশাপাশি এও বোঝা গিয়েছে, তাঁর চরিত্রটির বেশ কিছু শেডস রয়েছে। পজিটিভ নাকি নেগেটিভ সেই বিষয়ে আন্দাজ করা যায়নি। এই তিন শিল্পী ছাড়াও ‘রক্তকরবী’তে দেখা যাবে লাবনী সরকার, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়-সহ একাধিক অভিজ্ঞ শিল্পীকে। জি৫’এ সম্প্রচারিত হবে এই সিরিজ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥