• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রুকমার কারণেই বিচ্ছেদ রাহুল-প্রিয়াঙ্কার! অবশেষে রটনা নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী

Published on:

Rooqma Ray talks about her relationship rumours with Rahul Arunoday Banerjee

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় জুটি হল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) এবং রুকমা রায়ের (Rooqma Ray)। ‘দেশের মাটি’ এবং ‘লালকুঠি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন দু’জনে। তাঁদের রসায়ন দর্শকদেরও দারুণ পছন্দের। টলিপাড়ার অন্দরের গুঞ্জন, প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে (Priyanka Sarkar) ভুলে রুকমাকেই মন দিয়েছেন অভিনেতা! রাহুলের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী নিজে।

২০০৪ সালে রবি ওঝার হাত ধরে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন রাহুল। যদিও জনপ্রিয়তা পান রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির হাত ধরে। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল তাঁদের রসায়ন। পর্দায় রাহুল-প্রিয়াঙ্কার মাখো মাখো প্রেম গড়িয়েছিল বাস্তবেও।

Rahul Banerjee and Priyanka Sarkar

সাত পাকও ঘুরেছিলেন ‘চিরদিনই তুমি যে আমার জুটি’। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই ভাঙন ধরে সেই সম্পর্কে। তবে সম্পর্ক ভাঙলেও ছেলের দায়িত্ব দু’জনে সমানভাবে পালন করেন। এসবের মাঝেই টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায়, রাহুল এবং রুকমার প্রেমের কথা। সত্যিই কি প্রেম করছেন দুই তারকা?

‘দেশের মাটি’ ধারাবাহিকের রাজা-মাম্পি জুটির বাস্তবে অনুরাগীর সংখ্যা প্রচুর। স্টার জলসার এই সিরিয়াল শেষ হওয়ার পর জি বাংলায় ‘লালকুঠি’ ধারাবাহিকেও তাঁদের একসঙ্গে দেখেছেন দর্শকরা। গুঞ্জন শোনা যায়, রাহুল-রুকমার পর্দার প্রেম বাস্তবে গড়িয়েছে। অভিনেত্রী অবশ্য বরাবর বলেছেন, রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক কেবলই বন্ধুত্বের।

Rooqma Ray on her relationship with Rahul Arunoday Banerjee

সম্প্রতি রুকমা তাঁর আসন্ন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’ সম্বন্ধে কথা বলতে গিয়ে ফের রাহুলের প্রসঙ্গে মুখ খোলেন। ‘লালকুঠি’ অভিনেত্রী সাফ বলেন, ‘আমি ও রাহুল শুধুমাত্র ভালো বন্ধু। কোনও রকম প্রেমের সম্পর্ক নেই আমাদের মধ্যে’। তাঁদের অন স্ক্রিন বিয়ে দেখে অফ স্ক্রিন বিয়ের কথা ভাবা ভুল বলে জানান তিনি।

প্রসঙ্গত, ‘লালকুঠি’ ধারাবাহিক শেষ হওয়ার পর এবার ‘রক্তকরবী’ নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে রুকমাকে। এই সিরিজে অভিনেত্রী জুটি বেঁধেছেন বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে। রুকমা-বিক্রম ছাড়াও ‘রক্তকরবী’তে অভিনয় করেছেন তুলিকা বসু, লাবনী সরকার, রাইমা সেন, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥