বিনোদনসিরিয়াল

রাহুল অতীত! প্রেমের গল্প নিয়ে পর্দায় ছেন রুকমা, প্রকাশ্যে নতুন সিরিয়ালের প্রথম প্রোমো

টেলিভিশনের পর্দায় এখন একঝাঁক নতুন সিরিয়ালের (New Serial) মেলা। এবার এমনই একটি সিরিয়ালের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রুকমা রায় (Rooqma Roy)। ‘খড়কুটো’, ‘দেশের মাটি’, ‘লালকুঠি’ একের পর এক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।

তবে জি বাংলায় লালকুঠি শেষ হওয়ার পর মাঝে কেটে গিয়েছে অনেকদিন। সেই থেকে বহুদিন টেলিভিশনের পর্দায় দেখা যায়নি পর্দার অনামিকাকে। তবে অবশেষে বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে নতুন সিরিয়ালের প্রথম ঝলক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,রুকমা রায়,Rukma Roy,নতুন সিরিয়াল,New Serial,সান বাংলা,Sun Bangla,রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়,Rahul Arunoday Banerjee,নতুন নায়ক,New Hero

তবে এবার স্টার জলসা কিংবা জি বাংলার মতো প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল নয়, রুকমা ফিরছেন সান বাংলার রূপসাগরে মনের মানুষ (Roopsagore Moner Manush) নতুন সিরিয়ালে। এই ধারাবাহিকে রুকমা  অভিনীত চরিত্রের নাম পূর্ণা। পরনে হালকা গোলাপী রঙের  সালোয়ার কামিজ, খোলা চুল আর ঠোঁটের কোণে মিষ্টি হাসি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,রুকমা রায়,Rukma Roy,নতুন সিরিয়াল,New Serial,সান বাংলা,Sun Bangla,রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়,Rahul Arunoday Banerjee,নতুন নায়ক,New Hero

সব মিলিয়ে এদিন রুকমার লুক লোক দেখে মনে করা হচ্ছে তাঁর চরিত্রটি বেশ শান্তশিষ্ট। বাবা-মায়ের বাধ্য মেয়ে সে। নতুন সিরিয়ালের এই নতুন চরিত্র প্রসঙ্গে এদিন আনন্দবাজার অনলাইনে অভিনেত্রী বলেছেন ‘আমি হলাম এখানে সকলের মুশকিল আসান। মিষ্টি একটি মেয়ে। পরিবারের সকলের স্বপ্নপূরণ করাই যাঁর জীবনের লক্ষ্য’।

সেইসাথে এদিন অভিনেত্রী জানিয়েছে ‘আমি এমন সিরিয়ালে আগে সত্যিই কখনও কাজ করিনি’। জানা যাচ্ছে দীর্ঘদিনের  বিরতি কাটিয়ে জুন মাস থেকেই সোজা সিরিয়ালের শুটিং ফ্লোরে ফিরবেন রুকমা। তবে এবারের এই নতুন সিরিয়ালে ভাঙতে চলেছে রাহুল রুকমার জনপ্রিয় জুটি। এই আসন্ন সিরিয়ালে রকুমার বিপরীতে দেখা যাবে কোন একজন নতুন নায়ককে। তবে এখনও  পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। তবে জানা যাচ্ছে নতুন এই সিরিয়ালের সম্প্রচার শুরু হবে জুলাই মাস থেকেই।

Back to top button