• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বেঁকিয়ে নেকিয়ে’ রবীন্দ্র সঙ্গীত গাইছে! গান বিকৃত করায় চটে লাল পরমা, নিশানায় কোন গায়ক-গায়িকা?

Published on:

Rojgere Ginni host Paroma Banerjee host takes a dig at singers for singing O Je Mane Na Mana differently

বাংলা বিনোদন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন পরমা বন্দ্যোপাধ্যায় (Paroma Banerjee)। দর্শকদের অনেকের কাছেই তাঁর পরিচিতি জনপ্রিয় শো ‘রোজগেরে গিন্নি’র (Rojgere Ginni) সঞ্চালিকা হিসেবে। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে বেশ অনেকগুলি বছর কাটিয়ে ফেলেছেন তিনি। এই পরমাই ফের সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন। রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) অত্যন্ত জনপ্রিয় গান ‘ও যে মানে না মানা’ (O Je Mane Na Mana) নিয়ে এবার মুখ খুললেন তিনি।

পরমা এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই সক্রিয় থাকেন। ফেসবুকের পাতায় মাঝেমধ্যেই নানান বিষয়ে নিজের মতামত শেয়ার করে থাকেন তিনি। সম্প্রতি যেমন ‘ও যে মানে না মানা’ নিয়ে নিজস্ব মতামত শেয়ার করেছেন ‘রোজগেরে গিন্নি’ সঞ্চালিকা। সেই সঙ্গেই নিশানা করেছেন একাধিক গায়ক-গায়িকাকে।

Paroma Banerjee, Paroma Banerjee O Je Mane Na Mana, Paroma Banerjee on Rabindra Sangeet

রবি ঠাকুরের এই জনপ্রিয় গানটি অনেকেই নিজের মতো করে গেয়েছেন। তবে সবার গান মোটেই ভালোলাগেনি পরমার। তিনি এদিন ফেসবুকে লেখেন, ‘ও যে মানে না মানা… এই গানটায় এত বেঁকিয়ে নেকিয়ে ‘না না না’ বলাটা একটু হাস্যকর হয় ে যাচ্ছে। ‘ও যে মানে না মানা’ ওইভাবে একমাত্র কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায় মানাতো, হয়তো তারপর একমাত্র রেজওয়ানা বন্যা দি’।

পরমার সংযোজন, ‘বাকি সব এলি তেলি এখন যদি দাঁত চাপা কনস্টিপেটেড ন্যাকামো ঢেলে ঢেলে গাইতে শুরু করে, তাহলে খালি মাথায় এটাই আসে… চাঁদে আর প…’। পরমার এই পোস্টে একাধিক নেটিজেন নিজেদের মতামত জানিয়েছেন।

Paroma Banerjee, Paroma Banerjee O Je Mane Na Mana, Paroma Banerjee on Rabindra Sangeet, Paroma Banerjee Facebook post

একজন যেমন কমেন্ট করেছেন, ‘তোমার এই মতামতগুলি সত্যি সেরা হয়’। আর একজন আবার কণিকা বন্দ্যোপাধ্যায় এবং রেজওয়ানা বন্যা চৌধুরীর নামের সঙ্গে পরমাকে গীতা ঘটকের নাম যোগ করার কথা বলেন। কেউ আবার লিখেছেন, ‘সর্বনাশ করেছে! পরমা আবার বোমা ফাটিয়েছে!’

প্রসঙ্গত উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় এর আগেও একাধিকবার ‘বোমা ফাটিয়েছেন’ ‘রোজগেরে গিন্নি’ সঞ্চালিকা। কয়েকদিন আগেই যেমন টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে খানিক খোঁচা মেরে একটি পোস্ট করেছিলেন তিনি। পরমার সেই পোস্ট নিয়েও সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা হয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥