সম্প্রতিকালে বলিউডের (Bollywood) একেরপর এক ছবি রিলিজের পর ফ্লপ হয়ে চলেছে। এমনকি ছবি রিলিজের আগেই নেটপাড়ায় বয়কটের ডাক শোনা যাচ্ছে। তবে কিছুদিন আগেও কিন্তু এমনটা ছিল না। দুর্দান্ত সমস্ত বলিউডের ছবি রীতিমত রেকর্ড গড়ত রিলিজের পর। আর সুপারহিট ছবির পরিচালক বলতে ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন তাদের মধ্যে একজন হলেন রোহিত শেট্টি (Rohit Shetty)।
কমেডি কিংবা অ্যাকশন মুভি বলিউডে রোহিত শেট্টির ছবি মানেই একপ্রকার সুপারহিট বলে দেওয়া যেতে পারে। পরিচালক হিসাবে প্রথমে ‘জামিন’ ছবি দিয়ে তার পথ চলা শুরু। তারপরেই একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠেছেন তিনি। সম্প্রতিকালে অক্ষয়, অজয় ও রণবীরকে নিয়ে ‘সূর্যবংশম’ ছবি রিলিজ করেছিলেন যেটা ব্যাপক সাফল্য পেয়েছিল।
তবে ইদানিং যা পরিস্থিতি হয়েছে বলিউড ইন্ডাস্ট্রির তাতে ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছেন সকলেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরবর্তী চলচিত্র নির্মাণের বিষয়ে নানা মন্তব্য করতে দেখা গেছে তাকে। সাক্ষাৎকারে পরিচালক গোলমাল ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে বলেন, “দুই বছরের মহামারী সবকিছুকে পাল্টে দিয়েছে। আমি গোলমাল শুরু করতে পারিনি কারণ আমাদের সবার জন্য একটি বড় ব্যাকলগ ছিল। ঈশ্বরের কৃপায় এখন সবকিছু ঠিক আছে এবং আমরা শীঘ্রই গোলমালেও কাজ শুরু করব।”
এছাড়াও তার মুখে ‘গোলমাল ৫’ তৈরী করার কথাও শোনা যায়। হয়তো সেটা সিংঘম সিনেমার ঠিক পরে কিংবা তারও একবছর বাদে তৈরী হতে পারে। কিন্তু রোহিত শেট্টি আশ্বাস দিয়ে বলেন যে আবার “গোলমাল হবে”। এর সাথে অন্য একটি সাক্ষাৎকারে রোহিত শেট্টি পরিচালক হিসাবে সিনেমা তৈরী করার বিষয়ে নানা বক্তব্য রাখেন। তিনি বলেছেন, অভিনেতাদের ওপর তিনি যতটা পয়সা খরচ করেন তার থেকে বেশি খরচা করেন সিনেমা তৈরিতে। আর এই বিষয়ে অভিনেতারা জানেন এবং তাকে সমর্থনও করেন।
রোহিত শেট্টির মতে তিনি বিশ্বাস করেন যে, অর্থ গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল ছবির মান। একটা ছবি ভালো করলে প্রত্যেকটা মানুষই উপকৃত হবে। দর্শকেরা যেমন বিনোদন পাবে তেমনি ছবিটি ভালো ফল করলে সবাই একসাথে অর্থ উপার্জন করতে পারবে। তিনি তাই কখনই অভিনেতা বা অভিনেত্রীদের সাথে দাম নিয়ে কোনো আলোচনা করেন না।
প্রসঙ্গত বর্তমানে রোহিত শেট্টি ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয় সহ একাধিক তারকাদের দেখা যাবে। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার কাজের প্রশংসা করেছেন রোহিত শেট্টি।