• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দৃশ্যম ২’এ মিলেছে দারুণ সাফল্য, বক্সঅফিস কাঁপাতে রোহিত শেট্টির সাথে ‘সিংঘম ৩’ নিয়ে ফিরছেন অজয়

Published on:

Rohit Shetty and Ajay Devgn reunite again for ‘Singham Again’

বলিউডের (Bollywood) অন্যতম নামী পরিচালক হলেন রোহিত শেট্টি (Rohit Shetty)। তিনি যে দর্শকদের কত সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তা গুনে শেষ করা যাবে না। রোহিত পরিচালিত এই ব্লকবাস্টার ছবি ছিল ‘সিংঘম’ (Singham)। তাঁর ‘পুলিশ ইউনিভার্স’এর প্রথম ছবি ছিল এটি। এরপর এসেছে ‘সিম্বা’, ‘সূর্যবংশী’। অজয় দেবগণ (Ajay Devgn) অভিনীত ‘সিংঘম’ ছবিটি ২০১১ সালে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই সিনেমা।

মাঝে ৩ বছরের অপেক্ষা। এরপর ২০১৪ সালে মুক্তি পায় ‘সিংঘম ২’। আরও একবার বাজিরাও সিংঘম রূপে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন অজয়। রোহিত-অজয় জুটি এই ছবিতেও দর্শকদের একেবারেই নিরাশ করেননি। বক্স অফিসেও ভালো টাকা কামিয়েছিল এই সিনেমা।

Ajay Devgn as Singham

তবে ‘সিংঘম ২’ রিলিজ করার পর কেটে গিয়েছে ৮টি বছর। দর্শকরা বহুদিন ধরে ‘সিংঘম ৩’র জন্য অপেক্ষা করলেও কোনও ‘সুখবর’ দিচ্ছিলেন না রোহিত-অজয় কেউই। কিন্তু অবশেষে দর্শকদের আর্জি শুনলেন তাঁরা। ৮ বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আসছে ‘সিংঘম ৩’। যদিও ‘সিংঘম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির নাম রাখা হয়েছে ‘সিংঘম এগেইন’ (Singham Again)।

‘খতরোঁ কে খিলাড়ি’র প্রচারের সময় রোহিত নিজেই জানিয়েছিলেন, তিনি এবার ‘সিংঘম’এর পরবর্তী ছবির ওপর ফোকাস করতে চলেছেন। তখন থেকেই আশায় বুক বেঁধেছিলেন দর্শকরা। অবশেষে এই বিষয়ে এল আরও বড় আপডেট। যা শোনার পর থেকে আর খুশি ধরছে না অনুরাগীদের।

Ajay Devgn Rohit Shetty

সম্প্রতি জনপ্রিয় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, ‘সিংঘম ৩’এর জন্য ফের জুটি বেঁধেছেন রোহিত এবং অজয়। টুইট করে তরণ জানিয়েছেন, রোহিত এবং অজয় ‘সিংঘম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির নাম রেখেছেন ‘সিংঘম এগেইন’। অজয়ের ‘ভোলা’র কাজ হয়ে গেলেই শুরু হয়ে যাবে ‘সিংঘম এগেইন’এর কাজ।

প্রসঙ্গত, রোহিত এবং অজয় দু’জনেই এখন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছেন। দু’সপ্তাহ আগেই মুক্তি পেয়েছে অজয়ের ‘দৃশ্যম ২’। বয়কটের সিজনেও বক্স অফিসে ঝড় তুলেছে সেই সিনেমা। এখন অভিনেতার হাতে রয়েছে ‘ভোলা’। অপরদিকে রোহিত ব্যস্ত তাঁর আগামী ছবি ‘সার্কাস’ ও ওটিটি ডেবিউ প্রোজেক্ট ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ নিয়ে। রণবীর সিং, পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত ‘সার্কাস’ চলতি মাসের ২৩ তারিখ, অর্থাৎ ক্রিসমাসের দু’দিন আগে মুক্তি পাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥