• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পর প্রথম জন্মদিন, স্ত্রী নেহা কক্করকে নিয়ে ভালোবাসায় ভরা পোস্ট রোহানপ্রীতের

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর (Neha Kakkar)। গত বছর অক্টবর মাসে পাঞ্জাবি গায়ক রোহানপ্রীত সিংকে (Rohanpreet Singh) বিয়ে করেছেন নেহা। দুজনের প্রেমকাহিনী কিন্তু বেশ মজাদার! মাত্র তিন মাসের পরিচয়েই প্রেম আর প্রেম থেকে সোজা বিয়ের পিঁড়িতে বসে পড়েন দুজনে। বিয়ের পর বেশ কয়েকমাস কেটে গিয়েছে তবে বিন্দুমাত্র কমেনি ভালোবাসা। আজ বিয়ের পর নেহার প্রথম জন্মদিন (Birthday)। ভালোবাসার মানুষের বিয়ের পর প্রথম জন্মদিনকে স্পেশাল করে তুলেছেন স্বামী রোহানপ্রীত।

নেহা কক্করের ৩৩তম জন্মদিনে ভালোবাসায় ভরা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন রোহানপ্রীত। যেখানে রয়েছে নেহাকে নিয়ে লম্বা একটা বার্তা। কি লিখেছেন? পোস্টে রোহানপ্রীত লিখেছেন, ‘আমার ভালোবাসা, আমার রানী, প্রিয় নেহা। আজ তোমার জন্মদিন।  আমি বলতে চাই যতটা যত্ন আমি এখনো পর্যন্ত করেছি, আগামী দিন গুলোতে এর থেকেও বেশি যত্ন করব। তোমাকে সব দিক থেকেই খুব ভালো লাগে আমার। তোমায় কথা দিচ্ছি সর্বদা সব খুশি দেব তোমায়। তোমার স্বামী হতে পেরে আমি গর্বিত’।

   

Neha Kakkar,Rohanpreet Singh,Birthday,Surprise,নেহা কক্কর,রোহানপ্রীত সিং,জন্মদিন,Rohanpreet surprises Neha Kakkar on her birthday

এখানেই শেষ নয় রোহানপ্রীত আরো লিখেছেন, ‘তোমাকে জীবনের প্রতিটা মুহূর্ত ভালোবাসবো, শুভ জন্মদিন আমার প্রেয়সী। আমার মনে হয় যখন এই বার্তাটা তুমি পড়বে তখন তুমি হাসবে। তোমার সাথে থাকলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। তুমি সর্বর্দাই আমার থাকবে। ভগবান তোমাকে ভাল রাখুক নেহু আমার রানী’। বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিনে মাঝরাতে এমন সারপ্রাইজ পোস্ট দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ভালোবাসেন রোহানপ্রীত নেহাকে।

নেহা কক্কর Neha Kakkar Birthday

ভালোবাসার মানুষের জন্মদিন আর শুধু পোস্ট করেই খালাস তাও আবার হয় নাকি! মাঝ রাতেই কেক কাটা থেকে শুরু করে সারপ্রাইজ গিফট সব কিছুইর ব্যবস্থা করেছিলেন রোহানপ্রীত। রোহানপ্রীতের ইনস্টাগ্রাম স্টোরিতে তার কয়েক ঝলক দেখা গিয়েছে। নেহু লিখে সাজানো বিছানা থেকে শুরু করে সামনে রাখা কেক দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম স্টোরিতে। সাথে গিফটের ঝুড়ি নিয়ে হাজির ছিলেন রোহানপ্রীত।

নেহা কক্কর Neha Kakkar Birthday

ভালোবাসায় মোড়া পোস্ট থেকে শুরু করে ইনস্টাগ্রাম স্ত্রী সবই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই লক্ষ ছবিতে লাইকের সংখ্যা প্রায় চার লক্ষ। সাথে সোশ্যাল মিডিয়াতে জন্মদিনের শুভেচ্ছায় ভরে গিয়েছে রোহানপ্রীত থেকে শুরু করে নেহার ইনস্টাগ্রাম ওয়াল।