• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের দুমাস পেরোতেই নেহা কক্করকে কাঁদালেন স্বামী রোহানপ্রীত, দেখুন ভাইরাল ভিডিও

বলিউড (Bollywood) গানের রানী নেহা কক্কর (Neha Kakkar)। অক্টোবর মাসে পাঞ্জাবি গায়ক রোহানপ্রীত সিংকে (Rohanpreet Singh) বিয়ে করেছেন নেহা কক্কর। বিয়ের আগের ফটোশুট থেকে শুরু করে বিয়ে, হানিমুন এমনকি বিয়ের পরের প্রচুর ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বিয়েতেও  নাকি বলিউডের কপি করেছেন নেহা এই নিয়ে ব্যাপক ট্রোলিং শুরু হয়। সব মিলিয়ে বিয়ের পর থেকে সংবাদ শিরোনামে ছিলেন নেহা কক্কর।

Neha Kakkar Rohanpreet Singh নেহা কক্কর রোহানপ্রীত সিংহ

   

বিয়ের পর হানিমুন থেকে শুরু করে বাড়ি ফিরে স্বামী রোনাহপ্রীতের সাথে একাধিক রোমান্টিক ভিডিও শেয়ার করেছিলেন নেহা কক্কর। আর সেই রোমান্টিক ভিডিওগুলি ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। নেহা নিজের বিয়ে নিয়ে একটি গানের অ্যালবাম পর্যন্ত বানিয়েছেন যার নাম ‘নেহা দা বেয়া’। গানের ভিডিওতে দুজনের রোমান্স দেখবার মত ছিল।

Neha Kakkar Rohanpreet Singh নেহা কক্কর রোহানপ্রীত সিংহ

কিন্তু হটাৎ কি হল নেহা ও রোহানপ্রীতের মধ্যে! রোহানপ্রীতের কথা শুনে কেঁদেই ফেললেন নেহা কক্কর। সম্প্রতি নেহা কক্কর তার সোশ্যাল মিডিয়াতে একটি  ভিডিও শেয়ার করেছেন যেখানে রোহানপ্রীতের কথা শুনে কেঁদে ফেলেছেন নেহা। আর এই ভিডিও  এখন ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

Neha Kakkar Rohanpreet Singh নেহা কক্কর রোহানপ্রীত সিংহ

আসলে ব্যাপারটা সেরকম কিছুই না। সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন নেহা কক্কর ও রোহানপ্রীত সিং। সেখান থেকে একাধিক ছবি ও ভিডিও আগেই ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ইন্ডিয়ান আইডলের মঞ্চে এক প্রতিযোগী নেহা কক্কর ও রোহানপ্রীতকে জিজ্ঞাসা করেন কিভাবে তাদের প্রেম কাহিনী শুরু হয়? যার উত্তর দিতে  গিয়ে রোহানপ্রীত জবাবের শুরুতেই বলেন, যে প্রেমে পড়া নয়! বলো কিভাবে আমার জীবনটা বদলে গেল।

Neha Kakkar Rohanpreet Singh নেহা কক্কর রোহানপ্রীত সিং ইন্ডিয়ান আইডল Indian Idol

রোহানপ্রীতের এই উত্তরে আপ্লুত হয়ে যান নেহা কক্কর। এরপর রোহানপ্রীত তাদের প্রেমের কিভাবে শুরু হয়েছিল তা বলেন। রোহনপ্রীত বলেন, তিনি  প্রথমে নেহা  কক্করের গানের অ্যালবাম ‘নেহা দা বিয়া’ গানে অভিনয়ের জন্য ডাক পেয়েছিলেন। এই অফার পাওয়া মাত্রই হ্যাঁ করে দিয়েছিলেন রোহানপ্রীত। এরপর যখন শুটিং সেটে পৌঁছান সেখানে নেহা তাকে দেখতে থাকে ভালো করে। এরপরই ধীরে ধীরে পাল্টে যায়  পাঞ্জাবি গায়ক রোহানপ্রীতের ভাগ্য। নেহাকে ভগবানের পাঠানো সন্তান বলেও আখ্যা দেন স্বামী রোহান প্রীত।

Neha Kakkar Rohanpreet Singh নেহা কক্কর রোহানপ্রীত সিং ইন্ডিয়ান আইডল Indian Idol

স্বামীর মুখে প্রেমের শুরুর এই বর্ণনা শুনে নিজেকে ধরে রাখতে পারেননি নেহা কক্কর। ইন্ডিয়ান আইডলে স্বামী রোহানপ্রীতের হাত ধরেই কেঁদে ফেলেন নেহা কক্কর। তার চোখ থেকে জল পড়তে দেখা যাচ্ছে ভিডিওতে। আর সেই ভিডিওই এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।