• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে ভাঙার দোরগোড়ায় কাকে সবচাইতে বেশি বিশ্বাস করেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী ? নিজেই জানালেন রোশান

Published on:

Roshan singh

বাঙালি অভিনেত্রী শ্রাবন্তীর (Srabanti) তৃতীয় স্বামী রোশন সিং (Roshan Singh)। আগের বছরেই হয়েছে বিয়ে কিন্তু এরই মধ্যে বৈবাহিক সম্পর্কে পড়েছে ছেদ। পুজোর আগে থেকেই আলাদা থাকছেন স্বামী স্ত্রী দুজনেই। যার জেরে শ্রাবন্তী  ও রোশনের বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়াতে। অনেকের মতে দুজনের নাকি মনের মিল হচ্ছে না একেবারেই। এসব গুঞ্জন আর জল্পনার মাঝেই দুজনের প্রোফাইল থেকে উড়ে যায় একেঅপরের সাথে থাকা ছবি। যার ফলে জল্পনার আগুনে ঘি পড়ে।

দীপাবলিতে শ্রাবন্তী ও রোশন দুজনেই সোশ্যাল মিডিয়াতে নিজেদের ছবি ও ভিডিও ছেড়েছেন তবে আলাদা আলাদা। বর্তমানে অভিনেত্রী শ্রাবন্তী তার দ্বিতীয় সন্তান অর্থাৎ ফিটনেস এম্পায়ারকে নিয়ে ব্যস্ত। অন্যদিকে অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশনের প্রোফাইল দেখলে বোঝা যায় দাম্পত্য কলহের মাঝে এক হয়ে গিয়েছেন তিনি। সোমবার রোশন তার পোষ্যের সাথে একটি ছবি শেয়ার করেছেন। যার ক্যাপশনে রোশন লিখেছেন ‘Faithful’ যার অর্থ বিশ্বস্ত।

হটাৎ কেন এমন লিখলেন রোশন ? তবে কি স্ত্রী শ্রাবন্তীর সাথে সম্পর্কে কি বিশ্বাসের অবাব মাথা চাড়া দিচ্ছিলো ! কথায় আছে স্বামী স্ত্রী সম্পর্কেই  ভিত হচ্ছে বিশ্বাস। হয়তো দুজনের মধ্যে বিশ্বাসের অভাব বাড়ছিল দিনে দিনে। তবে কি ছবিটি শেয়ার করে রোশন এটাই বোঝাতে চাইছেন যে তার কাছে এই মুহূর্তে সবচেয়ে বিশ্বস্ত কে!

 

View this post on Instagram

 

A post shared by Singh Roshan (@singhroshan399)

প্রসঙ্গত, শ্রাবন্তী যেমন দ্বিতীয় সন্তানকে নিয়ে ব্যস্ত তেমনি পাহাড়ে ভ্রমণে বেরিয়ে পড়েছেন রোশন। স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক নেই তাই একই বেরিয়ে পড়েছেন ঘুরতে। ঘুরতে ঘুরতে একটি ছবি শেয়ার করেছেন ক্যাপশন ছাড়াই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥