বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর (Neha Kakkar)। গত বছর অক্টবর মাসে পাঞ্জাবি গায়ক রোহানপ্রীত সিংকে (Rohanpreet Singh) বিয়ে করেছেন নেহা। দুজনের প্রেমকাহিনী কিন্তু বেশ মজাদার! মাত্র তিন মাসের পরিচয়েই প্রেম আর প্রেম থেকে সোজা বিয়ের পিঁড়িতে বসে পড়েন দুজনে।
বিয়ের পর বেশ কয়েকমাস কেটে গিয়েছে তবে বিন্দুমাত্র কমেনি ভালোবাসা। বিয়ের পর নেহার প্রথম জন্মদিন (Birthday)। ভালোবাসার মানুষের বিয়ের পর প্রথম জন্মদিনকে স্পেশাল করে তুলেছেন স্বামী রোহানপ্রীত।
নেহা কক্করের ৩৩তম জন্মদিনে ভালোবাসায় ভরা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন রোহানপ্রীত। যেখানে রয়েছে নেহাকে নিয়ে লম্বা একটা বার্তা। কি লিখেছেন? পোস্টে রোহানপ্রীত লিখেছেন, ‘আমার ভালোবাসা, আমার রানী, প্রিয় নেহা। আজ তোমার জন্মদিন। আমি বলতে চাই যতটা যত্ন আমি এখনো পর্যন্ত করেছি, আগামী দিন গুলোতে এর থেকেও বেশি যত্ন করব। তোমাকে সব দিক থেকেই খুব ভালো লাগে আমার। তোমায় কথা দিচ্ছি সর্বদা সব খুশি দেব তোমায়। তোমার স্বামী হতে পেরে আমি গর্বিত’।
এখানেই শেষ নয় রোহানপ্রীত আরো লিখেছিলেন, ‘তোমাকে জীবনের প্রতিটা মুহূর্ত ভালোবাসবো, শুভ জন্মদিন আমার প্রেয়সী। আমার মনে হয় যখন এই বার্তাটা তুমি পড়বে তখন তুমি হাসবে। তোমার সাথে থাকলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। তুমি সর্বর্দাই আমার থাকবে। ভগবান তোমাকে ভাল রাখুক নেহু আমার রানী’।
শুধু আবেগ, ভালোবাসা নয় স্ত্রীকে জন্মদিনে উপহারেও মুড়ে দিয়েছেন রোহন। নেহার কোনোও পছন্দের জিনিসই বাদ দেননি রোহন। পছন্দের ব্যাগ থেকে, আইফোন কিছুই বাদ দেননি রোহন। এটিই তার জীবনের সেরা জন্মদিন এও স্বীকার করে নিয়েছেন নেহা।
লিখেছেন, ‘লকডাউনে সমস্ত দোকান বন্ধ ছিল। এমনকি বাড়িতেও উপহার পৌঁছে দেওয়া যাচ্ছিল না। তবুও আমি যা যা পছন্দ করি তাই তাই এনে হাজির করেছিল রোহনপ্রীত।’ তিনি আরও লিখেছেন, ‘রোহনপ্রীত আমার শুধু ভালোবাসে এমন নয়, প্রচুর উপহারও দেয়। তোমায় ভালোবাসি রোহু।’