• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমি আর আসবো না’! সৃজলার সাথে ব্রেক আপের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট রোহনের, দুশ্চিন্তায় দর্শক

Published on:

পল্লবী দে,Pallavi Dey,সাগ্নিক চক্রবর্তী,Sagnik Chakraborty,রোহন ভট্টাচার্য,Rohan Bhattacharjee,সৃজলা গুহ,Srijala Guha,Emotional Post,আবেগঘন পোস্ট

সপ্তাহের শেষে রবিবারের ছুটির মেজাজটাই নিমেষে শোকের আবহে পরিণত হয় টেলিভিশন অভিনেত্রী পল্লবী দে(Pallavi Dey)-র মৃত্যুর খবরে। মৃত্যুর আগের দিন অর্থাৎ শনিবার পর্যন্তও যে মেয়ে হাসিখুশি ছিল পরদিন সকালেই গড়ফার ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই উঠে আসছে একাধিক প্রশ্ন। আর এই ঘটনায় ঘুরেফিরে বারবার যার নাম উঠে আসছে, তিনি হলেন পল্লবীর প্রেমিক তথা লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী (Sagnik Chakraborty)।

পল্লবীর এই অকাল মৃত্যু আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে একাধিক রহস্য। টেলি অভিনেত্রীর মৃত্যু ঘিরে একের পর এক উঠে আসছে নিত্যনতুন চাঞ্চল্যকর তথ্য। অভিনেত্রীর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে শুরু যে কোনো শুভাকাঙ্খী সকলেই দাবি করছেন পল্লবী আত্মহত্যা করার মতো মেয়েই নন।

পল্লবী দে,Pallavi Dey,সাগ্নিক চক্রবর্তী,Sagnik Chakraborty,রোহন ভট্টাচার্য,Rohan Bhattacharjee,সৃজলা গুহ,Srijala Guha,Emotional Post,আবেগঘন পোস্ট

এদিকে সবাই যখন পল্লবীর মৃত্যু রহস্য সমাধান করতে ব্যস্ত তখনই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা দিয়ে সকলের দুশ্চিন্তার কারণ হয়ে উঠলেন বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharjee)। আসলে কিছুদিন আগেই টেলি অভিনেত্রী সৃজলা গুহর (Srijala Guha) সাথে দীর্ঘদিনের প্রেম ভেঙেছে রোহনের। তাই পল্লবীর মৃত্যুর পরেই রোহনের এমন হৃদয় নিংড়ানো পোস্ট দেখে সকলেই একটু অবাক হয়েছিলেন। অনেকের মনেই ভিড় করে আসে খারাপ চিন্তা।

পল্লবী দে,Pallavi Dey,সাগ্নিক চক্রবর্তী,Sagnik Chakraborty,রোহন ভট্টাচার্য,Rohan Bhattacharjee,সৃজলা গুহ,Srijala Guha,Emotional Post,আবেগঘন পোস্ট
গতকাল অর্থাৎ সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কবি শামসুর রহমানের লেখা উদ্ধৃতি ভাগ করে নিয়েছিলেন রোহন। সেখানে লেখা ছিল ‘আমি যাচ্ছি চলে। হয়তো কোনও দিন আর আসব না। তবে যেটুকু নিয়ে গেলাম তার প্রতিদান আমি দিতে পারব না।’ তবে না চিন্তার কোনো কারণ নেই। আসলে ওই উক্তিটি রোহন প্রয়াত অভিনেত্রী পল্লবীর স্মরণেই শেয়ার করেছিলেন। জানা যায় একসাথে কাজ না করলেও এক বন্ধু মারফত এক সপ্তাহ আগেই পল্লবীর সাথে পরিচয় হয়েছিল রোহনের। তাই সেদিনের সেই হাসিখুশি মেয়েটার এইভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না রোহন।

পল্লবী দে,Pallavi Dey,সাগ্নিক চক্রবর্তী,Sagnik Chakraborty,রোহন ভট্টাচার্য,Rohan Bhattacharjee,সৃজলা গুহ,Srijala Guha,Emotional Post,আবেগঘন পোস্ট
পাশাপাশি অনুরাগীদের দুশ্চিন্তা দূর করে অভিনেতা জানিয়েছেন তার জীবনে পুরনো সম্পর্কের আর কোনো পিছুটান নেই। তাই আত্মহত্যার মত বিষয় তিনি ভাবতেও পারেন না। প্রসঙ্গত রোহনের বাবা প্রয়াত হয়েছেন কিছুদিন আগে। জীবনের এমন একাধিক কঠিন পরিস্থিতির মোকাবিলা করেও আত্মহননের কথা কোনও দিন মাথাতেই আসেনি তার। পাশাপাশি ভক্তদের সুখবর দিয়ে রোহন বলেন ‘প্রবল ভাবে কাজে ফিরছি। সোমবার সারা দিন সে সব নিয়েই ব্যস্ত ছিলাম। হইচই ওয়েব প্ল্যাটফর্মের নতুন কমেডি সিরিজের নায়ক আমি।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥