রবিবার থেকেই জনপ্রিয় টেলি অভিনেত্রী পল্লবী দে (Pallavi Dey)-র মৃত্যুর খবরে সরগরম পেজ থ্রির পাতা। সাতসকালে গড়ফার ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকেই ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্যের জাল। প্রথম থেকেই পল্লবীর লিভ ইন পার্টনার তথা প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর দাবি আত্মহত্যা (Suicide) করেছেন পল্লবী। তবে অভিনেত্রীর এই অকাল মৃত্যু আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
জনপ্রিয় টেলি অভিনেত্রীর মৃত্যু ঘিরে একের পর এক উঠে আসছে নিত্যনতুন চাঞ্চল্যকর তথ্য। অভিনেত্রীর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে শুরু যে কোনো শুভাকাঙ্খী সকলেই দাবি করছেন পল্লবী আত্মহত্যা করার মতো মেয়েই নন। এদিকে সবাই যখন পল্লবীর মৃত্যু রহস্য সমাধান করতে ব্যস্ত তখনই সোশ্যাল মিডিয়ায় একটি একটি ইঙ্গিত পূর্ণ পোস্ট করে অনুরাগীদের দুশ্চিন্তা বাড়িয়ে তোলেন বাংলা টেলিভিশনের দীপু অ্যাসিস্ট্যান্ট তথা জনপ্রিয় টেলিভিশন অভিনেতা রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharjee)।
পল্লবীর মৃত্যুর পরের দিনই অর্থাৎ সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কবি শামসুর রহমানের লেখা উদ্ধৃতি ভাগ করে নিয়েছিলেন রোহন। সেখানে লেখা ছিল ‘আমি যাচ্ছি চলে। হয়তো কোনও দিন আর আসব না। তবে যেটুকু নিয়ে গেলাম তার প্রতিদান আমি দিতে পারব না।’ রোহনের এই পোস্ট ঘিরেই কার্যত শোরগোল পড়ে যায় চারদিকে।
আসলে কিছুদিন আগেই মন ভেঙেছে অভিনেতার। টেলি অভিনেত্রী সৃজলা গুহর (Srijala Guha) সাথে দীর্ঘদিনের সম্পর্কে কদিন আগেই ইতি টেনেছেন রোহন। তাই পল্লবীর মৃত্যুর পরেই রোহনের এমন ইমোশনাল পোস্ট ঘিরে সকলেই মনেই তৈরি হয় দুশ্চিন্তা। সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সকলেই আন্দাজে ভাবতে শুরু করেন রোহনেরও মনের অবস্থা ভালো নেই। তাই সম্ভবত তিনিও আত্মহত্যা করার কথা ভাবছেন।
গোটা বিষয়টা নিয়ে ভীষণ বিরক্ত রোহন নিজেও। তাই এই ঘটনার পর সকলের সমস্ত দুশ্চিন্তা দূর করে এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেতা। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন এসব ডুয়ো খবর। এই ভুয়ো খবর যারা রটিয়েছেন তাদের একহাত নিয়ে এদিন অভিনেতা জানিয়েছেন দুঃস্বপ্নেও তিনি আত্মহত্যার কথা ভাবেন না। পাশাপাশি খুব স্পষ্ট করে রোহন জানিয়েছেন সৃজলার জন্য কখনও তার মৃত্যু হতে পারে না।সৃজলা এখনও তাঁর সব চেয়ে কাছের বন্ধু।