ফেসবুকে তাকে লোকে ‘পাগল’ বললেও মজার ছলে তিনি যেসমস্ত কথা বলেন তাতে থাকে তীব্র রাজনীতি। কথা হচ্ছে ইউটিউবার তথা সোশ্যাল মিডিয়ার ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রোদ্দুর রায় (Roddur Roy) কে নিয়ে৷ যেকোনও অগ্নিগর্ভ বিষয় নিয়েই নিজের মতোন করে বক্তব্য রাখেন রোদ্দুর রায়। হাতে জ্বলন্ত জয়েন্ট নিয়ে লাইভে আসেন তিনি। আর তারপরই অপছন্দের বিষয়ে ক্ষোভ উগড়ে দেন। দিন কয়েক আগেই নেটমাধ্যমে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করেছিলেন কুরুচিপূর্ণ মন্তব্য৷
এমনকি কেকের মৃত্যুর পর রূপঙ্করকেও সর্ব সমক্ষে তীব্র গালিগালাজ করতে শোনা যায় তাঁকে। এবার নিজের এই ঠোঁট কাটা স্বভাবের জন্যই বড় সড় বিপাকে পড়লেন জনপ্রিয় ইউটিউবার। গত শনিবার নিজেকে তৃণমূলের মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে চিতপুর থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে অপমান করার অভিযোগে মামলা দায়ের করেন ঋজু দত্ত বলে এক ব্যক্তি। যদিও সেই সময় এ বিষয়ে কোনোও প্রতিক্রিয়া জানাননি রোদ্দুর৷
ঋজুর অভিযোগ ছিল, তৃণমূল সুপ্রিমো তথা মমতা বন্দোপাধ্যায়কে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করেছেন রোদ্দুর, পাশাপাশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার নগরপাল-সহ কলকাতা ও রাজ্য পুলিশ প্রশাসনকেও তুলোধনা করেছিলেন তিনি। তবে FIR দায়ের হয়েছে শুনেও নিরুত্তাপ ছিলেন রোদ্দুর রায়।
চিৎপুরের পর পাটুলি সহ একাধিক থানায় রোদ্দুরের বিরুদ্ধে জমা পড়তে থাকে FIR। অবশেষে মঙ্গলবার গোয়া থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার (Roddur Roy arrested from Goa) করা হয় তাকে। যদিও রোদ্দুরের কথায় সেসময় সমর্থন করেছিলেন নেটিজেনদের একটি বিরাট অংশ। এখন দেখার আইনি জালে জড়িয়ে মুখে কতটা লাগাম আনেন রোদ্দুর।
বিস্তারিত আসছে….