বলিউডের (Bollywood) অভিনেতা হিসাবে পরিচিত করলেও তাঁর অভিনয়ের অসাধারণ পরিবর্তন কিন্তু সত্যিই প্রশংসনীয়। একসময় চকলেট বয় গোছের অভিনয় করলেও সেই থেকে বেরিয়ে এসেছেন অনেক আগেই। ‘থ্রি ইডিয়টস’ ছবি থেকে বিগত কয়েক বছরে মুক্তি পাওয়া ছবিগুলিতে নিজের অভিনয়ের দক্ষতার প্রমাণ রেখেছেন বারে বারে। শীঘ্রই আর মাধবন (R Madhavan) অভিনীত ‘রকেট্রি’ (Rocketry) ছবি রিলিজ হচ্ছে। ছবিটি হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ও আরও কয়েকটি ভাষায় রিলিজ হবে।
আগামী ১লা জুলাই রিলিজ হচ্ছে ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ (Rocketry: The Nambi Effect)। ছবিতে আর মাধবানের পাশাপাশি শাহরুখ খান থেকে দক্ষিণী অভিনেতা সুরিয়া। রিলিজের কয়েকদিন বাকি থাকতে চলছে শেষ মুহূর্তের প্রচার পর্ব। প্রচারের উদ্দেশ্যে কলকাতায় হাজির হয়েছিলেন অভিনেতা। আর কলকাতায় এসে দক্ষিণী তারকাদের সোজাসুজি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আর মাধবন। স্পষ্ট কথায় জানালেন, ‘আমি প্যান ইন্ডিয়া স্টারদের বাপ!’
কি এই প্যান ইন্ডিয়া তারকা?
প্যান ইন্ডিয়া তারকা অর্থ হল যারা কোনো একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করেন। বা আরও স্পষ্ট করে বলতে গেলে যে সমস্ত তারকারা চারটি বা তারও বেশি ভাষায় কাজ করেন তারাই প্যান ইন্ডিয়া ষ্টার। আর বিগত দু দশকের বেশি সময় ধরে তিনি এই কাজটা করে আসছেন।
দক্ষিণী তারকাদের মধ্যে আল্লু অর্জুন, জুনিয়ার এনটিআর, র্যাম চরণ, যশ এর মত তারকারা ইতিমধ্যেই প্যান ইন্ডিয়া তারকা হিসাবে নাম করে ফেলেছেন। ভারতের কোণায় কোণায় পুষ্পা থেকে আরআরআর ও কেজিএফ নিয়ে চর্চা চলছেই। তবে এবার নিজেকে প্যান ইন্ডিয়া তারকাদের বাপ বলে ঘোষণা করেছেন অভিনেতা।
তবে ছবি রিলিজের আগেই ট্রলার শিকার হয়েছিন মাধবন। ছবির প্রচারে এসে তিনি বলেন, মঙ্গলযান পাঠানোর আগে নাকি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) হিন্দুদের ক্যালেন্ডারের দেখেছিল। অভিনেতার এই মন্তব্যের জেরে ব্যাপকট্রোলিং শুরু হয়।
অবশ্য ট্রোলিংয়ের পর ইতিমধ্যেই মুখ খুলেছেন তিনি। ভুল স্বীকার করে তিনি জানান, ‘আমি খুবই অজ্ঞ। আমার সাথে এমনটাই হওয়া উচিত। পঞ্জিকাকে ভুল করে তামিল ভাষায় পঞ্চাঙ্গ বলে গেলেচি। তবে শুধুমাত্র ২তো ইঞ্জিন নিয়ে যে মঙ্গল যাত্রা সফল হয়েছিল সেটা কিন্তু মিথ্যে হয়ে যায় নি। ওটা একটা বিশ্ব রেকর্ড হয়েই থাকবে, বিকাশ ইঞ্জিন সত্যিই রকস্টার।’