• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের বাদশাহর ম্যাজিকও ফুস! শাহরুখ থাকা সত্ত্বেও ডুবতে বসেছে ‘রকেট্রি’, হতাশ আর মাধবন

Published on:

R Madhavan movie Rocketry failing even after casting Shahrukh Khan

আর মাধবন (R Madhavan) পরিচালিত ‘রকেট্রিঃ দ্য নাম্বি এফেক্ট’(Rocketry: The Nambi Effect) ছবিটি নিয়ে দর্শকদের প্রচুর প্রত্যাশা ছিল। চলতি মাসের প্রথম দিনেই মুক্তি পেয়েছে ছবিটি। এই ছবির হাত ধরেই ‘থ্রি ইডিয়টস’এর ফারহান পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। ইসরোর বিজ্ঞানী নাম্বি নারায়ণনের জীবনের ওপর ভিত্তি করে ছবিটি তৈরি করা হয়েছিল। কিন্তু রকেট সায়েন্টিস্টের ওপর ভিত্তি করে তৈরি করা ছবি ‘রকেট্রি’ বক্স অফিসে উড়তে পারল না!

গত শুক্রবার হিন্দির পাশাপাশি ইংরেজি, তামিল, তেলেগু এবং কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে আর মাধবন পরিচালিত এই ছবিটি। ছবিতে নাম্বি নারায়ণনের চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনা এবং প্রযোজনাও করেছিলেন বলিপাড়ার ম্যাডি। ছবিতে অভিনয় করেছিলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান এবং দক্ষিণের সুপারস্টার সুরিয়াও। কিন্তু তাও বক্স অফিসে ঝড় তুলতে ব্যর্থ হয়েছে ছবিটি। পাশাপাশি ৪ বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করলেও, শাহরুখ (Shah Rukh Khan) নজর কাড়তে ব্যর্থ হয়েছেন।

Shah Rukh Khan sad

মাধবনের ছবির সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে আদিত্য রায় কাপুর অভিনীত ‘ওমঃ দ্য ব্যাটেল উইদিন’ ছবিটি। ছবি দু’টি সম্পূর্ণ ভিন্ন ধরণের। কিন্তু তাও এই দুই ছবির লড়াইয়ের প্রভাব বক্স অফিসে পড়বে বলেই মত বিশেষজ্ঞদের।

‘রকেট্রি’র ক্ষেত্রে অবশ্য নির্মাতাদের ক্ষেত্রে একটি ভালো দিকও রয়েছে। ছবিটি ব্যবসার অঙ্ক ধীরে ধীরে বাড়ছে। এখনও পর্যন্ত সারা বিশ্বে মোট ১৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবিটি। এর মধ্যে প্রথম দিন ৪ কোটি টাকার ব্যবসা করার পর দ্বিতীয় এবং তৃতীয় দিন যথাক্রমে ৪.৫ কোটি এবং ৫.৫ কোটি টাকার ব্যবসা করেছে মাধবন, শাহরুখ, সুরিয়া অভিনীত এই ছবিটি। তাই সেক্ষেত্রে আগামী দিনে ছবির ব্যবসার অঙ্ক আরও বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের।

Rocketry The Nambi Effect box office collection

তবে ছবির বক্স অফিসে কালেকশনে উন্নতি হলেও, দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরেও দর্শক মনে দাগ কাটতে ব্যর্থ হয়েছেন শাহরুখ। ক্যামিও চরিত্রে থাকলেও, নিজের পারফরম্যান্সের মাধ্যমে কামাল দেখাতে পারেননি তিনি। যা দেখে কিন্তু বেশ নিরাশই হয়েছেন ‘কিং খান’এর অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥