• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পরেও সলমনের সাথে রোম্যান্স! আর সিনেমা নয়, ক্যাটরিনাকে ‘হুমকি’ স্বামী ভিকি কৌশলের

Published on:

Rmours say Viki Kaushal warned Katrina Kaif not to do film with Salman Khan

বলিউডের (Bollywood) ইতিহাসের অন্যতম সেরা জুটি হল সলমন খান (Salman Khan) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) জুটি। একসঙ্গে বহু সিনেমায় তাঁরা একসঙ্গে কাজ করেছেন। একসময় তাঁরা প্রেমও করতেন। যদিও সেসব অতীত। সলমন এখনও সিঙ্গেল। একাধিক নায়িকার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যায়। অপরদিকে ক্যাটরিনা অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে সুখে সংসার করছেন।

অনেকেই জানেন, সলমন এবং ক্যাটরিনাকে শীঘ্রই ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার ৩’তে (Tiger 3) একসঙ্গে দেখা যাবে। সেই সিনেমা দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। তবে এবার শোনা যাচ্ছে, এটিই নাকি ভাইজান এবং ক্যাটের একসঙ্গে শেষ ছবি। এরপর আর তাঁদের একসঙ্গে দেখা যাবে না। সৌজন্যে অভিনেত্রীর স্বামী ভিকির আপত্তি।

Salman Khan Katrina Kaif and Vicky Kaushal, Tiger 3, Salman Katrina last movie

২০১২ সালে সুপারহিট ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘এক থা টাইগার’ রিলিজ করেছিল। এরপর ৫ বছরের অপেক্ষা শেষে ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। দু’টি ছবিই বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার প্রায় ৬ বছরের অপেক্ষা শেষে আসছে ‘টাইগার ৩’। কিন্তু সেই ছবি রিলিজের আগেই ভাইজান এবং ক্যাটরিনা জুটির ভক্তদের জন্য এল দুঃসংবাদ।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সম্প্রতি উমের সান্ধু টুইট করে এই খবরটি ঘোষণা করেছেন। সেই টুইটে লেখা হয়েছে, অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বলেছেন ‘টাইগার ৩’ সলমন খানের সঙ্গে ওনার শেষ সিনেমা হতে চলেছে। ক্যাটরিনা এরপর আর সলমনের সঙ্গে কোনও সিনেমা করবেন না। কারণ ভিকি কৌশল তাঁর স্ত্রীকে ‘সাবধান’ করে দিয়ে সলমনের সঙ্গে কোনও সিনেমা করতে বারণ করেছেন।

Salman Khan Katrina Kaif and Vicky Kaushal, Tiger 3

সলমন এবং ক্যাটরিনার প্রেম একসময় ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’ ছিল। ব্রেক আপের পর ‘চিকনি চামেলি’ বলেছিলেন, ভাইজানের সঙ্গে সম্পর্ক তাঁর জীবনের প্রথম ‘সিরিয়াস রিলেশনশিপ’ ছিল। সেই সম্পর্ক না টিকলেও দু’জনের মধ্যে সুসম্পর্ক রয়েছে। অনেকের অনুমান, ক্যাটরিনার জন্য এখনও সলমনের মনের কোণায় ভালোবাসা রয়ে গিয়েছে।

অপরদিকে বেশ কয়েক বছর আগে করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’এ এসে ক্যাটরিনার প্রতি ভালোলাগার কথা প্রকাশ করেছিলেন ভিকি। এরপর শুরু হয় তাঁদের সম্পর্ক। বেশ কিছুটা সময় প্রেম করার পর ২০২১ সালে রাজকীয়ভাবে সাত পাক ঘোরেন ভিকি-ক্যাটরিনা। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ভালোবাসায় মোড়া ছবি শেয়ার করেন ‘ভিক্যাট’ জুটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥