• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিদি রাইমার মতো বড়পর্দায় জায়গা করতে পারেননি! তবু রিয়ার একগুচ্ছ বোল্ডছবিতে ঘুম উড়তে বাধ্য

riya sen,raima sen,tollywood,riya sen bold photos,suchitra sen munmun sen,রিয়া সেন,রাইমা সেন,টলিউড,রিয়া সেন সাহসী ছবি,সুচিত্রা সেন মুনমুন সেন

দিদি রাইমা সেন, বা দিদা সুচিত্রা সেনের মতো টলিউডে নিজের জায়গা পোক্ত করতে পারেননি রিয়া সেন (Riya Sen)। কিন্তু আজও টলিউডের সেনসেশন রিয়া। রিয়া সেন মানেই যেন শরীরে উত্তেজনার প্রকাশ। আর সেই উষ্ণ আবেদন দেখার জন্য উপচে পড়া ভিড়। অবশ্য আরও একটি পরিচয় রয়েছে এ অভিনেত্রীর টলিউডের মহানায়িকা সুচিত্রা সেনের (suchitra sen) নাতনী রিয়া সেন।

অনেকের মতে রাইমা সেন যতই সুইমিং স্যুট বা খোলামেলা পোশাকে ছবি শেয়ার করুক না কেন সেক্সি কথাটা রিয়া সেনের জন্যই খাটে। কেন? কারণ খোলামেলা পোশাকে নয় বরং ঢাকা পোশাকে ছবি শেয়ার করে ও বহুবার দর্শক অনুগামীদের থেকে ‘মারাত্মক উষ্ণ’ বলে মন্তব্য পেয়েছেন।

riya sen,raima sen,tollywood,riya sen bold photos,suchitra sen munmun sen,রিয়া সেন,রাইমা সেন,টলিউড,রিয়া সেন সাহসী ছবি,সুচিত্রা সেন মুনমুন সেন

কিন্তু প্রশ্ন হল তাই যদি হয় তাহলে কেন বলিউড থেকে হারিয়ে গেলেন সুচিত্রা সেনের ছোট নাতনি রিয়া সেন? এই উত্তর সংবাদ মাধ্যমের কাছে নিজেই দিয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘মাত্র ১৬ বছর বয়সে যখন আমি স্কুলে পড়ি তখন প্রথম শুনি সেক্সি শব্দটা! সেই থেকেই শুরু। ছোট থেকেই যৌন আবেদনময়ীর তকমা বহন করে আসতে হয়েছে আমাকে’। তিনি এও বলেন যে এই একই কথা শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছিলেন অভিনেত্রী।

riya sen,raima sen,tollywood,riya sen bold photos,suchitra sen munmun sen,রিয়া সেন,রাইমা সেন,টলিউড,রিয়া সেন সাহসী ছবি,সুচিত্রা সেন মুনমুন সেন

তাকে এমন চরিত্রেই অভিনয় দেওয়া হত যেখানে চড়া মেকাপ, ঝকমকে জামা পড়তেই হত। খানিকটা আক্ষেপের সুরেই অভিনেত্রী জানিয়েছেন, ‘ আজ এতদিন পর বুঝতে পারি, বহু ছবিতে অভিনয় করা সত্ত্বেও খুব কম ছবি রয়েছে যেখানে দর্শকদের প্রশংসা পেয়েছি। ‘

riya sen,raima sen,tollywood,riya sen bold photos,suchitra sen munmun sen,রিয়া সেন,রাইমা সেন,টলিউড,রিয়া সেন সাহসী ছবি,সুচিত্রা সেন মুনমুন সেন

দর্শকদের একটা বড় অংশ সর্বদাই রিয়া সেন কে বাজে অভিনেত্রী হিসেবে চিনত। তাদের মতে কেবলমাত্র যৌন আবেদনময়ী অভিনেত্রী রিয়া সেন। অবশ্য এতে তাদের দোষ নেই তার কারণ আমাকে তো ছবিগুলোতে সেভাবেই দেখানো হয়েছিল’।

রিয়া সেন Riya Sen

প্রসঙ্গত, কোচবিহারের মেয়ে রিয়া ৯০ এর দশকে ‘বিষকন্যা’ ছবি দিয়ে বলিউডের অভিনয় জগতে পা রাখেন। এরপর একেরপর এক বাংলা ও হিন্দি ছবি করেছেন অভিনেত্রী। তবে বর্তমানে খুব একটা অভিনয় করতে দেখতে পাওয় যায় না অভিনেত্রীকে।

রিয়া সেন Riya Sen

রুপোলি পর্দার থেকে খানিকটা দূরেই আছেন অভিনেত্রী। তবে, মডেলিং ও ফটোশুট চালিয়ে যাচ্ছেন রিয়া সেন। জানা যাচ্ছে বেশ কিছু ওয়েব সিরিজেও নাকি কাজ শুরু করেছেন অভিনেত্রী।

রিয়া সেন Riya Sen

সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় রিয়া, প্রায় ১৪ লক্ষের কাছাকাছি অনুগামী রয়েছে রিয়ার। সেখানে মাঝে মধ্যেই নিজের ফটোশুটের ছবি শেয়ার করেন। শেয়ার করা ছবির বেশিরভাগ ছবিতেই উষ্ণ অবতারে হাজির হন রিয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥