সময় নিজের ছন্দে চলতে থাকে। আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যা মনের গভীরে দাগ কেটে যায়। বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Riya Chakraborty) জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন ইতিমধ্যেই। গত বছর অভিনেতা ‘সুশান্ত সিং রাজপূত (Sushant singh Rajput)’মারা যাবার পর নেটিজেনদের নোংরা আক্রমণের শিকার হয়েচিলেন অভিনেত্রী। তবে এবার বিগবসের (Biogboss) মঞ্চ দিয়ে লাইম লাইটে ফিরতে পারেন অভিনেত্রী।
সুশান্তের প্রেয়সী হওয়ায় তাকেই সুশান্ত অনুরাগীরা সুশান্তের খুনি বলে চিহ্নিত করেছিলেন। অকালে একটা নক্ষত্র সিনেমার আকাশ থেকে খসে পড়ায় দিশেহারা হয়ে জ্ঞানশুন্য ভাবে ক্ষিপ্ত সুশান্ত অনুরাগীরা রিয়াকে ‘ডাইনি’ অপবাদ দিয়েছিলেন, আবার কেউ বা ‘গোল্ডডিগারও’ বলেছিলেন। জেলেও যেতে হয়েছিল বেশ কয়েকমাস, শেষে মেলে মুক্তি। এরপর কেটে গিয়েছে বেশ খানিকটা সময়।
ধীরে ধীরে জীবনটাকে আবারো গুছিয়ে নতুন করে শুরু করতে চান অভিনেত্রী। জানা যাচ্ছে নতুন বিগবস সিজেনে দেখা যেতে পারে রিয়া চক্রবর্তীকে। ইতিমধ্যেই নির্মাতারা নাকি তাকে বিশাল টাকা অফার করেছেন শোটির জন্য। যেমনটা জানা যাচ্ছে প্রতি সপ্তাহ পিছু ৩৫ লক্ষ টাকা পারিশ্রমিক দেবার অফার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে বিগবসের পক্ষ থেকে। অর্থাৎ দু সপ্তাহে মোট ৭০ লক্ষ টাকা পাবেন রিয়া।
তবে, মোটা টাকা অফার করলেও আদৌ রিয়া চক্ৰৱৰ্তী বিগবস সিজেন ১৫তে থাকছেন কি না সেটা এখনও নিশ্চিত রূপে বলা যাচ্ছে না। কারণ চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। যদি তা হয় তাহলে আবারো একবার জনপ্রিয়তা বাড়তে পারে রিয়া চক্রবর্তীর। পাশাপাশি বিগবসের টিআরপিও যে উপরের দিকে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, ইতিমধ্যেই জানা গিয়েছে বিগবসের জন্য মোট ৩৫০ কোটি টাকা পারিশ্রমিক পেতে চলেছেন সালমান খান। যেটা বলিউডের একটা গোটা সিনেমার বাজেটের সমান। প্রতিটি বিগবসের পর্বের জন্য ৩.৫ কোটি টাকা দেওয়া হবে ভাইজান সালমান খানকে। এছাড়াও বিগবসের মঞ্চে এবার দেখা মিলতে পারে বিখ্যাত অভিনেত্রী রেখাকেও।