টলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন ঋত্বিক চক্রবর্তী। নিজের দুর্দান্ত অভিনয়ের দৌলতে প্রতিবারেই মুগ্ধ করেছেন তিনি। নাচ, গান, বা হাসি ঠাট্টা নয়৷ বাংলার অন্যধারার ছবিতে অভিনয় করেই জনপ্রিয়তা অর্জন করেন টলিউডের ‘শ্রীকান্ত’ ওরফে ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। না শুরুতে মোটেই মসৃণ ছিল না পথ, সংগ্রাম করে তবেই আজ এই জায়গায় আসতে পেরেছেন তিনি।
বড়পর্দায় আসার আগে থিয়েটার দিয়েই অভিনয়ের কেরিয়ারের শুরু হয়েছিল। এরপর ২০০৮ সালে ‘ক্রস কানেকশন’ ছবি দিয়ে টলিউডে পা রাখেন তিনি। ছবিতে রুদ্রনীল ঘোষের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। বাংলা সিনেমার সুপারহিরোদের মত সিক্স প্যাক যদি না থাকলেও নিজের অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকদের মন। প্রমাণ করেছেন অভিনয় যদি সেরা হয় তাহলে দর্শকরা প্রশংসা করবেই।
টলিউডে একাধিক ভিন্ন স্বাদের ছবিতে দেখা গিয়েছে তাকে। নাগর কীর্তন, ভিঞ্চি দা, পরিণীতা, ছায়া ও ছবি থেকে বিনিসুতোয় প্রতিটা ছবিতেই নিজের অভিনয়ের দক্ষতার প্রমাণ রেখেছেন তিনি। নিজের কাজের জেরেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ঋত্বিক চক্রবর্তী ইতিমধ্যে বিয়েও করে ফেলেছেন। টলিউডেরই এক অভিনেত্রীকে জীবনসঙ্গী করেছেন তিনি।
অপরাজিতা ঘোষ (Aparajita Ghosh) নামটা সকলের কাছেই বেশ পরিচিত। একসময় ‘এখানে আকাশ নীল’ সিরিয়ালের জেরে দর্শকদের মনে আজও রয়ে গিয়েছেন তিনি। ২০১১ সালে অপরাজিতা ও ঋত্বিক গাঁটছড়া বাঁধেন। অভিনয়ের কাজে ব্যস্ত থাকলেও আজও তাদের প্রেম চোখে পড়ার মত। দুজনের এক ছেলেও রয়েছে, যার ডাক নাম পান্তা।
অভিনেতা ঋত্বিক চক্রবর্তী আসলে একটু অন্য ধরণের পার্টি, হুল্লোড় নয় বরং পরিবারের সাথে সময় কাটাতেই বেশি পছন্দ করেন তিনি। তাই সোশ্যাল মিডিয়াতে লক্ষ অনুগামী থাকলেও সেভাবে সক্রিয় নন তিনি। মাঝে মধ্যে অবশ্য ছবি ভিডিও সবই শেয়ার করেন তিনি। এই তো সম্প্রতি অপরাজিতাকে নিয়ে কোথাও সমুদ্রতটে ছুটি কাটিয়ে এসেছেন, নিজের ইনস্টাগ্রামে তারই এক ঝলক শেয়ার করে নিয়েছেন।
প্রসঙ্গত, ৪ বছর পর আবারও ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা ঘোষ। জানা যাচ্ছে লীনা গাঙ্গুলির নতুন সিরিয়ালে তাকে আবারও দেখা যাবে। মোহর অভিনেত্রী সোনামণি সাহা ও সপ্তর্ষি মৌলিককে দেখা যাবে সিরিয়ালের মূল চরিত্রে। আর সেকেন্ড লিডে থাকবেন অপরাজিতা ঘোষ।