• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কয়েক বছর পর পর্দায় ফিরছেন এখানে আকাশ নীলের হিয়া! সঙ্গে বাস্তব জীবনের সঙ্গী ঋত্বিক

Published on:

ritwick chakraborty,aparajita ghosh,gu kaku,ekhane akash neel,ঋত্বিক চক্রবর্তী,অপরাজিতা ঘোষ,গু কাকু,এখানে আকাশ নীল

কমার্শিয়াল ঝাঁচকচকে সেটে বাংলা ছবির পাশাপাশি আজকাল পাল্লা দিয়ে চলছে আর্ট ফিল্ম, স্বাধীন গল্প। এখন আর কেবল বাংলা ছবি মানেই নাচ, গান, বা হাসি ঠাট্টা নয়৷ বাংলার অন্যধারার ছবিতে অভিনয় করেই জনপ্রিয়তা অর্জন করেন টলিউডের ‘শ্রীকান্ত’ ওরফে ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। তথাকথিত সুপারস্টার না হলেও ঋত্বিকের হাতে কাজের অভাব কোনোওকালেই হয়না। কিছুদিন আগেই হইচই ওয়েব প্যাটফর্মে মুক্তি পেয়েছে ঋত্বিক চক্রবর্তীর গোরা।

আর গত ২৬ শে জানুয়ারি মুক্তি পেয়েছে তার আরও একটি সিরিজ ‘মুক্তি’। তাই নানান চরিত্রে প্রায়শই ধরা দেন ঋত্বিক কিন্তু তার সহধর্মিণী অভিনেত্রী অপরাজিতা ঘোষকে বহুদিন দেখা যায়নি পর্দায়। ২০১১ সালে গাঁটছড়া বাঁধেন অপরাজিতা, ঋত্বিক। আর তাদের খুদে একমাত্র ছেলের নাম পান্তা। সাজানো গোছানো সংসার তাদের গাঙ্গুলিবাগানে।

Aparajita Ghosh Das ঋত্বিক চক্রবর্তী অপরাজিতা ঘোষ দাস Ritwick Chakraborty

আসলে ঋত্বিক শ্যুটিং এ ব্যস্ত থাকায় তাদের খুদে সন্তান পান্তাকে দেখভালের দায়িত্ব থাকে অপরাজিতার উপরেই। তাই করোনা কালে একাধিক ওয়েব সিরিজ, সিরিয়ালের অফার পেয়েও ফিরিয়ে দিয়েছেন অপরাজিতা৷ এক সময় চুটিয়ে বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন অপরাজিতা। কমার্শিয়াল ছবিতে সেভাবে দেখা না গেলেও আর্ট ফিল্মে যেমন ‘বাকিটা ব্যক্তিগত’, ‘ইতি শ্রীকান্ত’ ইত্যাদি৷

ritwick chakraborty,aparajita ghosh,gu kaku,ekhane akash neel,ঋত্বিক চক্রবর্তী,অপরাজিতা ঘোষ,গু কাকু,এখানে আকাশ নীল

‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে হিয়া এবং উজানের জুটি আজও দর্শকেরা ভুলতে পারেননি। এই চরিত্রে অপরাজিতার সঙ্গে অভিনয় করতেন হৃষি কৌশিক। এই সময় হৃষি কৌশিকের সাথে অপরাজিতার সম্পর্কের গুঞ্জন শোনা যেত। তবে সেসব শুনে দুজনেই কেবল হেসে গড়ান।

ritwick chakraborty,aparajita ghosh,gu kaku,ekhane akash neel,ঋত্বিক চক্রবর্তী,অপরাজিতা ঘোষ,গু কাকু,এখানে আকাশ নীল

এবার দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন অপরাজিতা ঘোষ৷ এই প্রথমবার ‘পায়খানা’ নিয়ে তৈরি হতে চলেছে আস্ত একটা ছবি। ছবির নাম ‘গু কাকু’, ইংরেজিতে যাকে বলে ‘দ্য পটি আঙ্কেল’। এই ছবির প্রেক্ষাপট প্রহসন বা সোশ্যাল স্যাটায়ার। ইতিমধ্যেই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে। চোখ ধাঁধানো কাস্ট নিয়ে এই ছবি আসছে। ছবির পটভূমিকায় রয়েছে নব্বইয়ের দশকের এক মফস্বল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের মোশারফ করিম। গু কাকু বা পটি আঙ্কেলের ভূমিকায় তাকেই দেখা যাবে কিনা, সে বিষয়ে যদিও এখনও কোনোও নিশ্চয়তা মেলেনি। আর এই ছবিতে গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করবেন ঋত্বিক এবং অপরাজিতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥