আকাশি শার্ট, নীল রঙের প্যান্ট আর মাথায় টুপি, এটিএমের (ATM) বাইরে বসে থাকা এই মানুষটিকে অনেকটা টলিপাড়ার (Tollywood) নামী অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর (Ritwick Chakraborty) মতো দেখতে না? অনেকের মনেই ঘুরপাল খাচ্ছিল এই একটি প্রশ্ন। খানিকক্ষণ ভালো করে দেখার পর বোঝা গেল হ্যাঁ, সিকিউরিটি গার্ডের (Security guard) পোশাক পরে যে ব্যক্তি বসে রয়েছেন তিনি আসলে ঋত্বিকই। কিন্তু এ কী অবস্থা হয়েছে অভিনেতার!
কলকাতার বুকে হাজরার মতো সদাব্যস্তময় জায়গায় অফিস টাইমে বসে এটিএম পাহাড়া দিচ্ছেন ঋত্বিক। অনেকেই তাঁর পাশ দিয়ে হেঁটে এটিএমেও ঢুকছেন। কিন্তু কেউই অভিনেতাকে চিনতে পারছেন না। বা বলা ভালো, সিকিউরিটি গার্ডের পোশাকে বসে থাকায় কেউ তাঁকে পাত্তাই দিচ্ছেন না। তাহলে কি ইনি ঋত্বিক নন? ওনার মতো দেখতে কোনও ব্যক্তি?
উত্তরটা পাওয়া গেল আরও কিছুক্ষণ পর। এটিএমের বাইরে বসে থাকা ব্যক্তি আসলে ঋত্বিকই। অনেকক্ষণ এটিএমের বাইরে বসে থাকলেও তাঁকে কেউ চিনতেই পারেননি। সন্দেহ হতে একজন ব্যক্তি যখন তাঁর কাছে গিয়ে জিজ্ঞেস করেন তিনি ঋত্বিক কিনা, জবাবে তিনি বলেন, ‘না না। আমি তো চন্দন সেন। আমি আগে জুটমিলে কাজ করতাম। সেই কাজ চলে যাওয়ার পর এখন এটিএমের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছি’।
তবে কিছুক্ষণ পরেই কেটে যায় সেই ধন্দ। এটিএমের বাইরে চন্দন সেন হিসেবে পরিচয় দেওয়া সেই ব্যক্তি আসলে টলিউডের নামী অভিনেতা ঋত্বিকই। অভিনয় এবং চরিত্রের জন্য সিকিউরিটি গার্ডের বেশ ধারণ করেছিলেন তিনি। আর বাকিটা তো মেক আপের ম্যাজিক!
গামি ২৪ ফেব্রুয়ারি রিলিজ হতে চলেছে ইন্দ্রনীল রায়চৌধুরীর ছবি ‘মায়ার জঞ্জাল’। সেখানেই চন্দন সেনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ঋত্বিককে। সেই ছবির প্রচারের জন্যই এমন অভিনব পন্থা বেছে নেন অভিনেতা। বেশিরভাগ মানুষই তাঁকে চিনতে না পারলেও যারা চিনতে পেরেছিলেন তাঁরা এসে ঋত্বিকের সঙ্গে কথা বলেন, ছবিও তুলে নেন।
ঋত্বিকের আসন্ন ছবি ‘মায়ার জঞ্জাল’ ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গিয়েছে। সাংহাই ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল এই সিনেমা। ঋত্বিক ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেব ব্রাত্য বসু, পরাণ বন্দ্যোপাধ্যায়, অপি করিম, চান্দ্রেয়ী ঘোষ, সোহেল মণ্ডলের মতো শিল্পীদের।