• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে ঋতুপর্ণা ম্যাজিক! জনপ্রিয় এই হিরোর সাথে জুটি বাঁধছেন ‘বং বিউটি’

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) বলিউডেরও (Bollywood) পরিচিত মুখ। কাজ করেছেন বহু সুপারহিট ছবিতে। বিশেষত টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) সঙ্গে তাঁর জুটি দর্শকদের প্রচণ্ড পছন্দের। সম্প্রতি বক্স অফিসে ঝড় তুলেছে অভিনেত্রীর সিনেমা ‘মায়াকুমারী’। সেই ছবি দেখতে এখনও সিনেমাহলে ভিড় জমাচ্ছেন দর্শকরা।

তবে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, ফের একবার বলিউডে পাড়ি দিতে চলেছেন ঋতুপর্ণা। জুটি বাঁধতে চলেছেন নব্বইয়ের দশকের এক নামী অভিনেতার (Actor) সঙ্গে। এতদিন ধরে স্রেফ গুঞ্জন শোনা গেলেও এবার প্রকাশ্যে এসে গেল সেই ছবির প্রথম ঝলক। সেই ভিডিও শেয়ার করেছেন জনপ্রিয় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh)।

   

Rituparna Sengupta Bollywood movie

তরণের শেয়ার করা ভিডিও থেকে জানা গিয়েছে, ঋতুপর্ণা অভিনীত ছবির (Movie) নাম ‘ইত্তর’ (Ittar)। পরিচালনা করছেন বীণা বক্সী। এই ছবিতে একজন স্কুল ছাত্রীর চরিত্রে দেখা যাবে টলি অভিনেত্রীকে। আর ঋতুপর্ণার বিপরীতে এই ছবিতে কাকে দেখা যাবে জানেন? তিনি হলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা দীপক তিজোরি।

Rituparna Sengupta and Deepak Tijori

‘ইত্তর’ ছবির প্রথম ঝলক শেয়ার করে তরণ লিখেছেন, ‘’ইত্তর’এর মাধ্যমে ফের অভিনয়ে ফিরছেন দীপক তিজোরি। ‘ইত্তর’এ একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই পরিণত লাভ স্টোরির পরিচালনা করছেন জাতীয় পুরস্কার জয়ী বীণা বক্সী। দীপককে এই ছবিতে দেখা যাবে জাতীয় পুরস্কার জয়ী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে’।


যদিও এই প্রথম নয়, এর আগেও বহু বলিউড ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা। প্রায় ৩০টির মতো ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও সেই ছবিগুলি বক্স অফিসে সেভাবে ছাপ ফেলতে পারেনি। তবে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছিল অভিনেত্রীর অভিনয়। এবার তাঁর সঙ্গে জুটি বেঁধেই পর্দায় ফিরছেন দীপক।

উল্লেখ্য, বলিউডের একসময়কার নামী অভিনেতা ছিলেন দীপক। একাধিক সুপারহিট ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বিশেষত অক্ষয় কুমারের একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার সেই অভিনেতার সঙ্গে দেখা যাবে ঋতুপর্ণাকে। আপাতত এই ছবি দেখার জন্যই মুখিয়ে রয়েছেন দর্শকরা।