• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ও সত্যিই ভদ্র! এবার অনুরাগের পাশে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত!

Published on:

মিটু বানে বিদ্ধ বলিউড।শনিবার পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন বঙ্গতনয়া অভিনেত্রী পায়েল ঘোষ। এই নিয়ে ইতিমধ্যেই উত্তাল গোটা সিনে দুনিয়া। ঘটনার পরপরই পায়েলের সমর্থনে স্বভাবতই পাশে এসে দাঁড়িয়েছেন বলিউড ক্যুইন কঙ্গনা রানাউত। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেন পরিচালক। পাশাপাশি, অনুরাগের সমর্থনে তার পাল্লা ভারী করেছেন রাম গোপাল ভার্মা, তাপসী পান্নু, রিচা চাড্ডা সহ একাধিক বলি তারকা।

এবার অনুরাগের পক্ষে সওয়াল করতে দেখা গেল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-কেও। একটি সাক্ষাৎকারে ঋতুপর্ণা জানান, “অনুরাগের সঙ্গে আমার প্রথম আলাপ হয় মুম্বইতে। তারপর কান চলচিত্র উৎসবে ফের দেখা হয়। জলপাইগুড়িতে আউটডোরেও গেছি আমরা। আমার প্রথম থেকেই মনে হত ও খুবই ভদ্র এবং ভালো একজন মানুষ। বিভিন্ন ছবি নিয়েও আলোচনা করেছি আমরা”। অভিনেত্রীর মুখেই জানা যায়, ঋতুপর্ণার আগামী হিন্দি ছবি ‘বাঁনসুরি’ তে অনুরাগ কাশ‍্যপ তাঁর সহ অভিনেতা।

ঋতুপর্ণা আরও জানান, ” আমি এটুকু বলতে পারি অনুরাগের সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা ভালো। জানিনা যেই মেয়েটি ওর সম্পর্কে অভিযোগ করেছে তার সাথে কী হয়েছে, তাই এই বিষয়ে আমার না কথা বলাই শ্রেয়”৷ ঋতুপর্ণার আগেও অনুরাগের পাশে দাঁড়িয়েছেন তাঁর প্রথম পক্ষের স্ত্রী আরতি বাজাজ এবং দ্বিতীয় স্ত্রী কালকি কোচলিন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥