বাঙালিদের কাছে বিনোদন মানেই সবার আগে আসে টলিউডের কথা। বাংলা সিনেমা থেকে শুরু করে সিরিয়ালের মধ্যে দিয়েই বাঙালিদের বিনোদনের প্রাথমীক চাহিদা মিটেছে। আর এই টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। একসময় টলিউডে রাজত্ব করেছন অভিনেত্রী। প্রসেনজিৎ থেকে শুরু করে চিরঞ্জিত নামি দামি অভিনেতাদের সাথে একেরপর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।
কিন্তু জানেন কি ঋতুপর্ণার কারণেই অভিনয় কেরিয়ারের শুরু হয়েছিল বিশ্ব সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের (Aishwarya Rai) বলিউড যাত্রা। হ্যাঁ ঠিকই দেখছেন বাংলার নায়িকা ঋতুপর্ণার জেরেই প্রথম ছবিতে অভিনয়ের সুযোগ মিলেছিল ঐশ্বর্যের। আসলে টলিউডের যে জনপ্রিয় অভিনেত্রীদেরমধ্যে অন্যতম ঋতুপর্ণা। একাধিক ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে, আর একাধিক ছবিতে অভিনয়ের অফার রিজেক্ট করেছেন অভিনেত্রী।
ঋতুপর্ণার ছেড়ে দেওয়া ছবির অফারের মধ্যে একটি ছবিতেই প্রথমবার অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ঐশ্বর্য রাই। কোন ছবি জানতে ইচ্ছা করছে নিশ্চই! তাহলে বলি টলিউডের বিখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষের পরিচালিত চোখের বালি ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছিল ঋতুপর্ণার কাছে। কিন্তু সেই ছবির অফার ছেড়ে দিয়েছিলেন ঋতুপর্ণা। আর ঋতুপর্ণার ছেড়ে দেওয়া ছবিতেই প্রথম অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ঐশ্বর্য রাই।
এখন অনেকেই ভাবতে পারেন এতো সুন্দর একটা ছবি কেন ছেড়ে দিয়েছিলেন ঋতুপর্ণা? এই প্রশ্নের উত্তর অভিনেত্রী নিজেই দিয়েছেন। আসলে সকলের সাথে সম্পর্ক সবসময় যে ঠিকঠাক থাকে তা কিন্তু একেবারেই নয়। চোখের বালিতে প্রসেনজিতের সাথে অভিনয় করতে হট ঋতুপর্ণাকে। অথচ যে সময় তাকে ছবিটি অফার করা হয়েছিল সেই সময় প্রসেনজিতের সাথে সম্পর্কটা একটু জটিল হয়ে পড়েছিল। এছাড়া ছবিতে বেশ কিছু দৃশ্যে অভিনয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন ঋতুপর্ণা সেই কারণেই আরো ছেড়ে দিয়ে ছিলেন ছবিটি।
ঋতুপর্ণা ছবির অফার ফিরিয়ে দিলে ঋতুপর্ণ ঘোষ ছবিতে সুযোগ দেন ঐশ্বর্য রাইকে। চোখের বালি ছবিতে বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্য। তার অভিনয় বেশ সমাদৃত হয়েছিল দর্শকদের কাছে। বলিউডে একে একে একাধিক ছবি করেছিলেন। তবে ২০০৩ সালের চোখের বালি ছবিতে ঐশ্বর্যের অভিনয় কিন্তু আজ মনে রয়েছে দর্শকদের