দেখতে দেখতে এক মাস পেরিয়ে গিয়েছে প্রয়াত হয়েছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। অভিনেতা যে এভাবে হটাৎ চলে যেতে পারেন সেটা কেউই ভাবতে পারেনি। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার সাথে ভুগছিলেন। তবে কাজের সাথে কোনোদিনই আপোষ করেননি। শেষ দিনেও শুটিংয়ের ফ্লোরেই ছিলেন অভিনেতা। অভিনেতার মারা যাওয়ার পরে পরেই কিছু গুজব ছড়িয়ে পরে নেটপাড়ায়। শোনা যায় অভিনেতার পরিবার অর্থকষ্টে ভুগছে, সেই কারণে সহতারকারা অর্থ সাহায্য করছেন তার পরিবারকে।
যদিও এই দাবি সম্পূর্ণরূপে মিথ্যে ছিল। গুজবের ইতি টেনে অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা (Sanjukta Chatterjee) আসেন সোশ্যাল মিডিয়াতে। শ্রাদ্ধশান্তির দিনেই প্রয়াত অভিনেতার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই নীরবতা ভাঙেন তিনি। তিনি জানান, পরিচিতদের থেকে খবর পেয়েছেন যে চারিদিকে গুজব ছড়িয়েছে যে এক অভিনেতা ১০ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছে। আরেক অভিনেত্রী নাকি ৫ লক্ষ টাকা দিয়েছিল।
এই সমস্ত গুজব নিয়েই সংযুক্ত জানান, যে অভিনেতাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে তাঁর সাথে অভিষেকের সম্পর্ক মোটেই ভালো ছিল না। বদলে অভিষেকের কেরিয়ার শেষ করার চেষ্টা করা হয়েছিল সেই সময়। তিনি স্পষ্টত জানিয়ে দেন, ‘আমি নাম নিলাম না তবে ওরা অভিষেকের কেরিয়ার নষ্ট করে দেবার জন্য অনেক কিছু করেছে। যখন অভিষেকের চাহিদা তুঙ্গে ছিল সেই সময় ২২টা ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। তারাই নাকি আমার অর্থ সাহায্য করেছে! শোকবার্তাই পাঠাইনি, অর্থ সাহায্য তো দূরের কথা।’
মুখে নাম না নিলেও নেটপাড়ায় সকলেই অভিযোগের আঙ্গুল কাদের দিকে উঠেছে সেটা বুঝতে পেরেছিল। তবে এবার এই অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন টলিউডের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। অভিষেকপত্নী সংযুক্তার অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে ঋতুপর্ণা জানান, ‘আমি শুনলাম অভিষেক মৃত্যুর পর নাকি অনেক বিতর্ক তৈরী হয়েছে। আমি নাকি সমবেদনা জানায়নি! আমি তো নিজেই ওই স্ত্রীর সাথে ফোনে কথা বলেছি। ওর স্ত্রী নিজেই জানাল যে শেষ দিনে শুটিংয়ে যেতে চাইনি অভিষেক’।
প্রসঙ্গত, একসময় টলিউডের তারকাদের মধ্যে অন্যতম সুপারস্টার ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। তবে সমকালীন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটিই নাকি তাঁর কেরিয়ার শেষ করে দিয়েছিল। এমন অভিযোগ উঠেছিল অভিনেতার মৃত্যুর পরেই। মাঝে দীর্ঘদিন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে গিয়েছিলেন অভিষেক। শেষে ছোটপর্দার হাত ধরে অভিনয়ে ফিরে আবারও দর্শকদের মন জিতে নিয়েছিলেন।