• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবেও, প্রসেনজিতের সাথে ভালোবাসার সম্পর্ক নিয়ে ইঙ্গিত ঋতুপর্ণার!

Published on:

Rituparna Sengupta once opened up about rumours of love relation with Prosenjit Chatterjee

বাংলা সিনেমার (BengaIi Cinema) অন্যতম সুপারহিট জুটি হলেন প্রসেনজিৎচট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (Prosenjit Chatterjee & Rituparna Sengupta)। দীর্ঘ প্রায় তিন দশকের বেশি সময় ধরে ৪৮ টি সিনেমায় দাপিয়ে অভিনয় করেছিলেন তাঁরা। একটা সময় এমন ছিল যে বড় পর্দায় এই জুটির আসা মানেই সেই সিনেমা সুপার হিট হবেই। সেসময় এই প্রিয় জুটিকে দেখতে বহু মানুষ ছুটতেন সিনেমা হলে।

অন্যান্য সব সুপারহিট জুটির মতো একসময় শোনা গিয়েছিল প্রসেনজিৎ ঋতুপর্ণার পর্দার প্রেমও গড়িয়েছিল বাস্তবে। কিন্তু আচমকাই তাঁদের সম্পর্কে ফাটল ধরে। আর তাতেই একসময় পথ আলাদা হয়ে যায় তাঁদের।  প্রসেনজিতের সাথে দুটি ভেঙে স্বাধীনভাবেই সিনেমায় অভিনয় করতে শুরু করেছিলেন ঋতুপর্ণা।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,ঋতুপর্ণা সেনগুপ্ত,Rituparna Sengupta,প্রসেনজিৎ চ্যাটার্জী,Prosenjit Chatterjee,সুপারহিট জুটি,Superhit Pair,লাভ,Love,সম্পর্ক,Relationship,সিক্রেট,Secret,প্রতিক্রিয়া,Reaction,অজানা কথা,Unknown Fact

তবে আজ থেকে চার বছর আগে জি  ২৪ ঘন্টার সাথে এক সাক্ষাৎকারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছিলেন তাঁর অভিনয় জীবনের শুরু থেকেই ছিল সংগ্রাম। যখন প্রসেনজিতের সাথে জুটি বেঁধে অভিনয় করতেন তখন যেমন সংগ্রাম ছিল তার পরেও তেমনি সংগ্রাম করেই টিকে থাকতে হয়েছে তাঁকে। প্রসঙ্গত বাংলা সিনেমার দর্শকদের কাছে উত্তম-সুচিত্রা জুটির পরেই আসে প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটির নাম।

কিন্তু তাদের এই জুটি ভেঙে যাওয়ার পর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেভাবে আর কোন হিট জুটি তৈরি হয়নি। এর কারণ হিসাবে ঋতুপর্ণা জানিয়েছিলেন তিনি মনে করেন তাঁদের জুটির মধ্যে যে হৃদয় যে আন্তরিকতার সাথে অভিনয় করার ব্যাপার ছিল সেটা পরে কোথাও গিয়ে যেন হারিয়ে গিয়েছিল।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,ঋতুপর্ণা সেনগুপ্ত,Rituparna Sengupta,প্রসেনজিৎ চ্যাটার্জী,Prosenjit Chatterjee,সুপারহিট জুটি,Superhit Pair,লাভ,Love,সম্পর্ক,Relationship,সিক্রেট,Secret,প্রতিক্রিয়া,Reaction,অজানা কথা,Unknown Fact

ঋতুপর্ণার কথায় ‘প্রচুর পরিশ্রমের ফল এই জুটি। প্রচুর মানুষের ভালবাসা আছে। প্রচুর মানুষের আশীর্বাদ রয়েছে। প্রচুর মানুষকে এই জুটি প্রেক্ষাগৃহে নিয়ে গিয়েছে। দর্শকদের দেখেছি তো, তাঁরা কাঁদছেন, হাত দিয়ে ছোঁয়ার জন্য ডাকছেন’। প্রসঙ্গত বাংলা সিনেমার দর্শকদের বরাবরের প্রশ্ন ছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণা সিনেমার মতোই বাস্তবেও  কি প্রেম করতেন?

এই প্রশ্নের উত্তরে খানিকটা রহস্য জিয়ে রেখেই ঋতুপর্ণা বলেছিলেন ‘লোকে তো তাই মনে করতেন। তবে আমি বলি না। কিন্তু ২৪ ঘণ্টা একটা মানুষের সঙ্গে থাকলে, কাজ করলে, একটা ভালবাসা, নির্ভরতা তো তৈরি হয়। তবে কি এই ভালবাসা প্রেম নয়? এই উত্তর আমি দেব না, এই প্রশ্নের উত্তর রহস্যই থাক। মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াক যুগ যুগ ধরে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥