• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইনি বিনি টাপা টিনি, মহিষাসুরমর্দিনী! এ আবার কি কথা? ভাইরাল পোস্টারে নিন্দা, মুখ খুললেন ঋতুপর্ণা

বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো (Durgapuja) এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে পুজোর আগে আসে মহালয়া আর মহালয়া মানেই ভোর বেলায় মহিষাসুরমর্দিনী দর্শন। প্রতি বছর বিভিন্ন চ্যানেলে পছন্দের অভিনেত্রীদের দেখা যায় দেবী দুর্গার রূপে। তবে এবছর প্রথমবার টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) দেখা যাবে মহিষাসুরমর্দিনী রূপে। কালার্স বাংলা (Colors Bangla) চ্যানেলেই দেখা যাবে অভিনেত্রীর মহিষাসুরমর্দিনী রূপ। ইতিমধ্যেই তাঁর ট্রেলার প্রকাশ্যে এসেছে।

ট্রেলার ভিডিওতে দেখা মা দুর্গার রূপে বেশ সুন্দর লাগছে ঋতুপর্ণাকে। কিন্তু ট্রেলার ভিডিও ভাইরাল হওয়ার পর আরও একটি ছবিও বেশ ভাইরাল হয়ে পড়েছে। যেটাকে নিয়ে শুরু হয়েছে গন্ডগোল। কেন? কারণ ভাইরাল হওয়া ছবিতে ঋতুপর্ণার মহিষাসুরমর্দিনী রূপ যেমন দেখা যাচ্ছে তেমনি পাশেই লেখা রয়েছে, ‘ইনি বিনি টাপা টিনি, মহিষাসুরমর্দিনী’। এমনকি ছবিতে চ্যানেলের লোগো পর্যন্ত দেখা যাচ্ছিল।

   

Rituparna Sengupta Mohisasur mordini in Color Bangla viral poster

স্বাভাবিকভাবেই এই ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়ে পরে ও তারপরেই শুরু হয় বিতর্ক। এমন একটা বিশেষ অনুষ্ঠানের এই ধরণের প্রচার নিয়ে অভিযোগ করেন অনেকেই। কিন্তু প্রশ্ন হল আদৌ কি সত্যিই চ্যানেলের তরফ থেকে ওই ছবি প্রকাশ করা হয়েছিল? এর উত্তর হল না। কারণ ভাইরাল হওয়া ছবিটি কোনো এক ব্যক্তি নিজে এডিট করে শেয়ার করেছেন।

কিন্তু হটাৎ কেন এমনটা করা হল? এর যুক্তি হিসাবে যেটুকু জানা জানা যাচ্ছে। অভিনেত্রী ঋতুপর্ণাকে কয়েক মাস আগেই ‘বেলাশুরু’ ছবিতে দেখা গিয়েছিল। আর ছবির ‘ইনি বিনি টাপা টিনি’ গানটি বেশ ভাইরাল হয়ে পড়েছিল। তাই এবার কালার্স বাংলার মহালয়ার অনুষ্ঠানে অভিনেত্রীকে দেখে এমন ছন্দ জুড়ে দেওয়া হয়েছে।

https://youtu.be/4OJOe53tsSQ

প্রতিবছর মহালয়ার এই বিশেষ অনুষ্ঠানগুলিকে নামকরণ করা হয়ে থাকে। আর এবছর কালার্স বাংলার এই মহালয়া স্পেশাল অনুষ্ঠানের নাম করা হয়েছে, ‘দেবী দশমহাবিদ্যা’। যার ট্রেলার রিলিজ হওয়ার পর ভাইরাল হয়ে পরে। আর তারপর এই বিতর্কিত ছবি শেয়ার করা হল বিতর্ক ও তাঁর পাশাপাশি ট্রোলিং শুরু হয়।

প্রসঙ্গত, ট্রেলার রিলিজ হওয়ার পর অনেকেই দুর্গারূপে ঋতুপর্ণাকে দেখে কটাক্ষ করেছেন। কারোর মতে চ্যানেল আর কেউ কে পেল না? তো কেউ আবার ঋতুপর্ণাকে বুড়ি দূর্গা বলে কটাক্ষ করেছেন ভিডিওর কমেন্ট বক্সে। তো কারোর মন্তব্য, ঋতুপর্ণা ভালো অভিনয় করেন ঠিকই কিন্তু দূর্গা  রূপে ঠিক মানাচ্ছে না। যদিও এসবের কোনো উত্তর মেলেনি অভিনেত্রীর তরবফ থেকে।