• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউডে থেকে বলিউডের পাড়ি দিচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত! সঙ্গে দোসর ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা

Published on:

Rituparna Sengupta might be seen in bollywood film with Priyanka Chopra

টলিউড অভিনেত্রী (Tollywood actress) ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) এমন একজন শিল্পী যার অভিনয়ে বারবার মুগ্ধ হয়েছেন দর্শকরা। ইন্ডাস্ট্রিতে এত বছর কাটিয়ে ফেলার পরেও একটুও ফিকে হয়নি অভিনেত্রীর জাদু। অবশ্য শুধুমাত্র টলিউডেই নয়, ঋতুপর্ণা কাজ করেছেন বলিউডেও (Bollywood)। জাতীয় স্তরেও তৈরি করেছেন নিজের পরিচয়।

টলিপাড়ার এই নামী অভিনেত্রী আপাতত ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি তাঁর আগামী ছবি ‘স্পর্শ’এর কাজে ব্যস্ত। দুই বাংলার নামী শিল্পীদের অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে। সম্পর্কের গল্প বলবে ঋতুপর্ণার আগামী ছবি। কলকাতায় সেই ছবির শ্যুটিং চলাকালীনই একটি নামী সংবাদমাধ্যমের কাছে নিজের আগামী বলিউড প্রোজেক্ট নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।

Rituparna Sengupta

ঋতুপর্ণা যে বাংলার গর্ব একথা অস্বীকার করার কোনও উপায় নেই। শুধুমাত্র দেশেই নয়, বিদেশেও অনেক অনুরাগী রয়েছে তাঁর। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং তাঁর মা মধু চোপড়ার সঙ্গেও টলি সুন্দরীর দারুণ সম্পর্ক। এবার সেই প্রিয়াঙ্কার সঙ্গেই জুটি বাঁধলেন ঋতুপর্ণা।

বঙ্গ অভিনেত্রী সম্প্রতি লস অ্যাঞ্জেলস গিয়েছিলেন। ঋতুপর্ণা সেখানে গিয়েছেন শুনেই তাঁকে বাড়িতে আমন্ত্রণ জানান প্রিয়াঙ্কার মা মধু। অভিনেত্রী বলেন, ‘কাকিমা আমায় খুব স্নেহ করেন। আমি ওখানে আছি শুনেই বলেন, তুমি লস অ্যাঞ্জেলসে এসেছ, অবশ্যই আমাদের বাড়ি আসবে। ওনার আমন্ত্রণেই আমি একদিন নিক এবং প্রিয়াঙ্কার বাড়ি গিয়েছিলাম’।

Rituparna Sengupta, Priyanka Chopra

ঋতুপর্ণার সংযোজন, ‘ওঁদের বাড়িটা খুব সুন্দর। প্রিয়াঙ্কা তখন ভারতে ছিল বলে ওঁর সঙ্গে দেখা হয়নি। তবে সম্পূর্ণ জোনাস পরিবারের সঙ্গে দেখা হয়েছে। খুব ভালো ওঁরা সবাই। আমরা সবাই একসঙ্গে হাই টি’তে যোগ দিয়েছিলাম। প্রিয়াঙ্কার প্রযোজনায় একটি সিনেমা করার কথা আগেই ঠিক হয়েছিল। আগামী বছর অর্থাৎ ২০২৩’এ সেই ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে বলে আশা করছি’।

প্রিয়াঙ্কার প্রযোজনায় টলি ডিভা ঋতুপর্ণার ছবি করা নিঃসন্দেহে অনেক বড় একটি ব্যাপার। তবে সেই ছবিতে দু’জনকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে কিনা অর্থাৎ প্রিয়াঙ্কা নিজের প্রযোজিত ছবিতে অভিনয় করবেন কিনা সেই বিষয়ে কিছু জানাননি ঋতুপর্ণা। এই বিষয়টি এখনও সারপ্রাইজই রয়েছে। দেখা যাক, আগামী বছর প্রিয়াঙ্কা-ঋতুপর্ণা দর্শকদের কী সারপ্রাইজ দেন!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥