• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার আঘাত ফিরে এলো ঋতুপর্ণার দিকেই! ক্যান্সারে অভিনেত্রী হারালেন খুব কাছের মানুষকে

ঋতুপর্ণা সেনগুপ্ত,মৃত্যু,ঋতুপর্ণার বন্ধুর মৃত্যু,ইন্দুমতী,টলিউড,টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত,Rituparna sengupta,indumati,dead,tollywood,tollywood actress

সদ্য বিমান সংস্থার সঙ্গে বাদানুবাদের জেরে খবরের শিরোনামে উঠে এসেছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) নাম। ইন্ডাস্ট্রিতে গত কয়েক দশকেও তার জায়গায় হাত লাগাতে পারেনি কেউ। তিনি এভারগ্রীণ। তার কাছে আজও পাত্তা পায়না এই যুগের ডাকসাইটে সুন্দরীরা। নিজের জায়গা এক চুল ছাড়তে রাজি নন তিনি। তবে তার অনুরাগী সংখ্যার যেমন কমতি নেই, তেমনই অভিনেত্রীর সমালোচকেরও অভাব নেই৷

এই যেমন গত কয়েকদিন আগে নামী বিমান সংস্থার ফ্লাইট মিস করে নাকের জলে চোখের জলে এক করেছিলেন তিনি। অভিযোগ করেছিলেন মাত্র ১৭ মিনিট দেরীতে পৌঁছানোয় নাকি তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি, বিমান সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে কার্যত ফুঁসে উঠেছিলেন অভিনেত্রী। পরবর্তীতে ওই সংস্থা ঋতুর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। এই ঘটনায় নেটিজেনদের একটা বড় অংশ ঋতুপর্ণারই দোষ দেখেছেন, তাদের মতে নিয়ম সকলের জন্যই এক হওয়া উচিত।

ঋতুপর্ণা সেনগুপ্ত,মৃত্যু,ঋতুপর্ণার বন্ধুর মৃত্যু,ইন্দুমতী,টলিউড,টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত,Rituparna sengupta,indumati,dead,tollywood,tollywood actress

এদিকে সদ্য প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির কেরিয়ার শেষ করার পিছনেও শোনা যায় ঋতুপর্ণার নাম। তবে এবার অন্য কারণে মন খারাপ অভিনেত্রীর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেছেন এক দুঃসংবাদের খবর৷ তিনি জানিয়েছেন খুব কাছের মানুষকে হারিয়েছেন অভিনেত্রী। এই খবরে ভেঙে পড়েছেন অভিনেত্রীর অনুরাগীরাও।

ঋতুপর্ণা সেনগুপ্ত,মৃত্যু,ঋতুপর্ণার বন্ধুর মৃত্যু,ইন্দুমতী,টলিউড,টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত,Rituparna sengupta,indumati,dead,tollywood,tollywood actress

ক্যান্সারে প্রয়াত হয়েছেন অভিনেত্রীর ছোট বেলার এক বন্ধু। তার নাম ইন্দুমতী। এক সাথে এই বন্ধুর সাথেই বেড়ে উঠেছিলেন পর্দার ‘পারমিতা’। এদিন বন্ধুর ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আমার ছোটবেলার অন্যতম কাছের বন্ধুকে ক্যান্সারে হারিয়ে ফেললাম। আমি খুব গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি। আমাদের একসাথে কাটানো শৈশবের দিন গুলি খুব রঙিন ছিল। ওম শান্তি ”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥