• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিনেমা ছেড়ে সিরিয়ালে? লীনা গাঙ্গুলীর সাথে কাজ করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত!

লীনা গাঙ্গুলি (Leena Ganguly) নামটা শুনলে সবার প্রথমেই মাথায় আসে বাংলা সিরিয়ালের (Bengali Serial) কথা। তাই অনেকেই হয়তো জানেন না তাঁর সিনেমা পরিচালনা করার বিশেষ গুণের কথা। সম্প্রতি লেখিকা নিজেই জানিয়েছেন তিনি আবার সিনেমা পরিচালনা (Film Direction) করার কথা ভাবছেন। তবে শুধু তাই নয় চমক রয়েছে আরও। জানা যাচ্ছে এবার লীনা গাঙ্গুলির সিনেমায় নায়িকা হতে চলেছেন টলিউড অভিনেত্রী (Tollywood Actress) ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।

এই মুহূর্তে গোটা শহরবাসী বুঁদ বইমেলার নেশায়। সম্প্রতি এই বইমেলায় এসেই ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে আগামী সিনেমা করার কথা ঘোষণা করেছেন লীনা গাঙ্গুলি। জানা গিয়েছে এদিন লীনা গাঙ্গুলির আমন্ত্রণেই  বইমেলায় পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের অনুষ্ঠানে এসেছিলেন ঋতুপর্ণা। সেখানেই অভিনেত্রী নিজেও লীনা গাঙ্গুলির সাথে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেন।

   

লীনা গাঙ্গুলি,Leena Ganguly,বাংলা সিরিয়াল,Bengali Serial,সিনেমা পরিচালনা,Film Direction,টলিউড অভিনেত্রী,Tollywood Actress,ঋতুপর্ণা সেনগুপ্ত,Rituparna Sengupta

এদিন লীনা গাঙ্গুলি জানান, এতদিন কাজ না করলেও এই বছরেই তিনি ঋতুপর্ণার সঙ্গে নতুন ছবির কাজ করতে চান তিনি। প্রসঙ্গত বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম হল লীনা গাঙ্গুলি। এই মুহূর্তে বাংলার প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল স্টার জলসার একাধিক জনপ্রিয় মেগা সিরিয়ালের (Mega Serial) লেখিকা তিনি।

শুধু তাই নয় আরও একাধিক পরিচয় রয়েছে তাঁর। তিনি হলেন রাজ্য মহিলা কমিশনের সদস্য থেকে শুরু করেঅত্যন্ত সফল একজন প্রযোজক। এতকিছু সামলেই  তিনি এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির ব্যাস্ততম চিত্রনাট্য লেখিকা (Script Weitter)। বর্তমানে তাঁরই লেখা একাধিক সিরিয়াল রমরমিয়ে চলছে টিভির পর্দায়। এছাড়াও ইতিমধ্যেই তিনি হাত পাকিয়েছেন চলচ্চিত্র নির্মাণেও। তাই দেখতে গেলে সিরিয়ালের নায়িকাদের মতোই তিনি নিজেও দু-হাতে দশভুজা।

Rituparna Sengupta

বরাবরই ছকভাঙা ভিন্ন স্বাদের গল্পই গুরুত্ব পেয়েছে লীনা গাঙ্গুলির সিরিয়ালে। সিনেমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। যার অন্যতম জ্বলজ্যান্ত উদাহরণ হল তাঁরই নির্মিত দুটি সিনেমা ‘সাঁঝবাতি’ ও ‘মাটি’। মাটিতে নায়িকা হয়েছিলেন পাওলি দাম। বাংলাদেশের প্রেক্ষাপটে এক নারীর শিকড় খোঁজার গল্পই ছিল এই সিনেমার বিষয়বস্তু। প্রথম ছবি ‘সাঁঝবাতি’-ও ছিল অন্য ধারার সিনেমা। তবে নতুন সিনেমার বিষয়বস্তু এখনই খোলসা করেননি লেখিকা। এখন দেখার ঋতুপর্ণা-লীনার নতুন জুটিকে দর্শক কীভাবে গ্রহণ করেন।

site