কয়েক দশক ধরে টলিউড (Tollywood) কাঁপিয়ে আজও একইভাবে জনপ্রিয় অভিমেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna sengupta)। এই বছরই ৪৮ এ পা দিয়েছেন অভিনেত্রী কিন্তু তাকে দেখে তা বিন্দু মাত্র বোঝার উপায় নেই। তার কাছে বয়স যেন কেবলমাত্রই একটি সংখ্যা।
শাড়ি কিংবা ওয়েস্টার্ন, বিকিনি অথবা ব্রালেট সবেতেই সাবলীল ৪৮ এর অভিনেত্রী। আজও তার হট এবং সেক্সি ছবি নিমেষে ঘুম ওড়ায় তার অনুরাগীদের। এই ডিসেম্বরের হাড় কাঁপানো শীতেও ঋতুপর্ণার ছবি নিমেষে ছড়ালো উষ্ণতা।
View this post on Instagram
সম্প্রতি নিজের ইন্সটা হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন ঋতু। বেগুনি বিকিনি আর বেগুনি সানগ্লাসে পুলের জল থেকে উঠছেন অভিনেত্রী। ঋতুর শরীরী ভাষায় উত্তেজনা ধরে রাখতে পারেননি তার অনুরাগীরা। কেউ লিখেছেন, “এভারগ্রীণ”, কেউবা লিখেছেন,” অসাধারণ এই বয়সে এতটা ফিট, সত্যিই অনুকরণীয় “, এছাড়াও, মোহময়ী, হট, সেক্সি এইসব বিশেষণ তো প্রায়শই পেয়েই থাকেন অভিনেত্রী।
View this post on Instagram
এই ছবি শেয়ার করে ঋতু ক্যাপশনে লিখলেন, ” পারপেল হেজড থ্রাসডে”। কখনোও বিকিনি তো কখনও হটপ্যান্ট নিজেকে যুগের সঙ্গে মানিয়ে নিয়েছেন অভিনেত্রী। এখনও টলিউডের নিউকামারদের ১০ গোল দিতে পারেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।