• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫০ পেরিয়েও অষ্টাদশী! ব্লাউজ ছাড়া ছবিতে নেটিজেনদের ঘুম ওড়ালেন ঋতুপর্ণা

নতুন বছর উপলক্ষ্যে টলিউডের (Tollywood) সকল তারকার মতো ঋতুপর্ণা সেনগুপ্তও (Rituparna Sengupta) পুরোদস্তুর বাঙালি সাজে ধরা দিয়েছিলেন। বাংলার হারিয়ে যাওয়া পাছাপেড়ে শাড়ি (Pachaperey Saree) পরে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন তিনি। তবে সেই শাড়ির সঙ্গে ব্লাউজ পরেননি (Blouseless) অভিনেত্রী। ঋতুপর্ণার এই নতুন লুক দেখে স্বভাবতই মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা।

সরু লাল-কালো পাড় দেওয়া সাদা রঙের একটি শাড়ি পরেছিলেন ঋতুপর্ণা। সেই সঙ্গে অভিনেত্রী পরেছিলেন সাদা রঙেরই টিউব টপ। গয়না বলতে গলায় অক্সিডাইজের চোকার এবং হাতে ও কানে অক্সিডাইজের বালা এবং দুল পরেছিলেন টলি সুন্দরী। চুলগুলো আলগা ভাবে খোঁপা করেছিলেন তিনি।

   

Rituparna Sengupta, Rituparna Sengupta blouseless, Rituparna Sengupta Pachaperey saree

সেই সঙ্গে মানানসই ন্যুড মেক আপে নিজের সাজ কমপ্লিট করেছিলেন ঋতুপর্ণা। নববর্ষের দিন একেবারে মোহময়ী অবতারে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এই লুকে বেশ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে কখনও দেখা যাচ্ছে, দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন ঋতুপর্ণা, কখনও আবার আরাম কেদারায় গা এলিয়ে বসে রয়েছেন।

Rituparna Sengupta, Rituparna Sengupta blouseless, Rituparna Sengupta Pachaperey saree

পাছাপেড়ে শাড়ি প্রায় হারিয়ে যেতে বসেছে। বাংলার এই বিশেষ ধরণের শাড়ি ছেড়ে এখন বেশিরভাগ মানুষই ঝুঁকছেন অন্য মেটিরিয়ালের শাড়ির দিকে। সেই জন্য এই নববর্ষে একেবারে নতুনভাবে পাছাপেড়ে শাড়িকে সবার সামনে তুলে ধরলেন টলি সুন্দরী ঋতুপর্ণা। আনন্দবাজারের হয়ে এই ফটোশ্যুট করেছিলেন তিনি। অভিনেত্রীর পরনে থাকা শাড়িটি ডিজাইন করেছিলেন শৈবাল বসু।

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)


লাল-কালো-সাদা রঙা পাছাপেড়ে শাড়ি পরে নিজের ভিডিও শেয়ার করে ঋতুপর্ণা ক্যাপশনে নিজের ভালোলাগা এবং উচ্ছ্বাস জাহির করেছেন। অভিনেত্রী লিখেছেন, এই বিশেষ শাড়ির মধ্যে একটি আলাদাই সৌন্দর্য রয়েছে। টলি ডিভাকে একেবারে নতুন লুকে দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরাও।

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)


প্রসঙ্গত উল্লেখ্য, একসময় নায়িকা হিসেবে টলিউড কাঁপালেও এখন খুব বেছে বেছে ছবি করেন ঋতুপর্ণা। শীঘ্রই সাসপেন্স থ্রিলার ঘরানার ‘শিকার’ ছবিতে তাঁকে দেখতে পাবেন দর্শকরা। এছাড়াও অভিনেত্রীর হাতে রয়েছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি ছবি ‘স্পর্শ’।

site