• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাপ্পী লাহিড়ীর সুরে গান বাঁধলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত! গানের টিজার প্রকাশ্যে আসতেই ভাইরাল

বাপ্পি লাহিড়ী,ঋতুপর্ণা সেনগুপ্ত,ফুলমতি,টলিউড,Bappi Lahiri,Rituparna sengupta,song,fulmoti,tollywood,গান,ঋতুপর্ণার গান

টলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে আমিরা সকলেই চিনি ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) । গত কয়েক দশকে প্রায় কয়েকশো হিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী। কিন্তু এবার আর নায়িকা নয় পুজোয় ঋতুপর্ণা নিয়ে আসছেন এক্কেবারে নতুন চমক। এই ঘটনাকে এক কথায় বলা যেতে পারে অসাধ্য সাধন।

আসলে আসন্ন পুজোয় নায়িকা নন বরং গায়িকা হিসেবেই আত্মপ্রকাশ করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বলিউড তথা টলিউডের কিংবদন্তি গায়ক তথা মিউজিক ডিরেক্টর বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) সুরে প্রথম ফোক গানের অ্যালবাম নিয়ে আসছেন ঋতুপর্ণা। তাঁর আসন্ন অ্যালবামের নাম ‘ফুলমতি’।

এদিন প্রকাশ্যে এলো ‘ফুলমতি’র টিজার। গোল্ডেন ম্যান বাপ্পী লাহিড়ীর সঙ্গীত জগতে গোল্ডেন জুবিলির উদযাপনেই মুক্তি পেতে চলেছে এই বিশেষ অ্যালবাম। ঋতুপর্ণা এদিন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকেই শেয়ার করেছেন এই মিউজিক ভিডিওর ফার্স্ট লুক। যেখানে গান গাইতে দেখা গেল ঋতুকে আর তাকে উৎসাহ দিতে হাজির রয়েছেন বাপ্পী দা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, বছরের সবচেয়ে সুন্দর গান মুক্তি পেতে চলেছে এবং খুব শীঘ্রই, 7 ই অক্টোবর আরও আপডেট আসছে।

bappi lahiri rituparna sengupta

ঋতুপর্ণা কাছে গান গাওয়াটা নতুন নয়। তার কণ্ঠে যে সুর তালের মিশেল বেশ ভালোই রয়েছে তার প্রমাণ এর আগেও আমরা পেয়েছি। নিজের বহু সিনেমাতেই রবীন্দ্র সংগীত গাইতে দেখা গিয়েছে তাকে। তবে এবার আর সিনেমায় নয়, বরং এক্কেবারে নিজস্ব গানের অ্যালবাম নিয়ে হাজির হবেন তিনি।

ঋতুপর্ণা সেনগুপ্ত Rituparna Sengupta Bappi Lahiri বাপ্পি লাহিড়ী

স্বয়ং বাপ্পি লাহিড়ীর সঙ্গেই স্টুডিওতে এক্কেবারে পেশাদার গায়িকার মত গান রেকর্ডিং সেরে ফেলেছেন অভিনেত্রী৷ এই প্রসঙ্গে বাপ্পি লাহিড়ী সংবাদ মাধ্যমকে জানান, “ঋতুর অভিনয়ের দক্ষতা কারোরই অজানা নয়। কিন্তু ওর এই প্রতিভার কথা অনেকেরই অজানা, দারুণ গেয়েছে ঋতু। আমার মনে এই গান খুব জনপ্রিয় হবে।”

 

অন্যদিকে ঋতুপর্ণার বক্তব্য, “গান ছোটবেলা থেকেই আমায় টানে৷ সময় সুযোগ পেলেই নিজের মতো করে গান ধরি। ঘরোয়া অনুষ্ঠানে সবাই অনুরোধ করে গান গাওয়ার জন্য। তাই বাপ্পি লাহিড়ীর সঙ্গে গানের সুযোগ পাওয়াটা আমার কাছে দারুণ ব্যাপার। নিজেকে গায়িকা হিসেবে মেলে ধরার এটা সুবর্ণ সুযোগ “।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥