টলিউডের অভিনেত্রী ঋত্বিকা সেন (Rittika Sen), বর্তমানে বেশ জনপ্রিয়। ১০০% লাভ ছবি দিয়ে টলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। এরপর একে একে সুপারহিট ছবিতে অভিনয় করে আজ টলিউডের নায়িকাদের মধ্যে জনপ্রিয় তিনি। সম্প্রতি অনুষ্ঠানে গিয়ে অপ্রীতিকর মুহূর্তে শিকার হলেন অভিনেত্রী। নিজের সাথে হওয়া হেনস্থার কথা এবার নেটিজেনদের সাথে শেয়ার করলেন অভিনেত্রী।
আসলে টিভির পর্দার তারকাদের জন্য দর্শকের মধ্যে উন্মাদনা থাকেই। আর মাঝে মধ্যে পাড়ার অনুষ্ঠানে স্টেজ পারফর্মেন্সের জন্য ডেকে আনা হয় জনপ্রিয় তারকাদের। এমনই হলদিয়ার এক ক্লাবে অনুষ্টানের জন্য ডাক পেয়েছিলেন অভিনেত্রী। তবে সেখানে যাওয়ার আগে থেকেই শুরু হয় সমস্যা। এরপর অনুষ্ঠানে উপস্থিত হয়েও সমস্যার সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। নিজের এই অভিজ্ঞতাই সোশ্যাল মিডিয়াতে সকলের সাথে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
ঋত্বিকার মতে, বিগত ৫ই মার্চ হলদিয়া চাউলখোলা অল ষ্টার ক্লাব এর অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন তিনি। সেখানে ভুল বোঝাবুঝির জেরে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। অভিনেত্রী জানান, নির্দিষ্ঠ সময়ের আগেই শো করার জন্য পৌঁছে গিয়েছিলেন। তবে শোয়ের নির্দিষ্ট লোকেশন জানা ছিল না তাঁর তাই অনুষ্ঠান প্রাঙ্গনে পৌঁছাতে পারছিলেন না তিনি। এদিকে যার সূত্রে যোগাযোগ হয়েছিল তিনিও ঠিকভাবে সাহায্য করেন নি।
শেষপর্যন্ত যখন অভিনেত্রী অনুষ্ঠানের জন্য পৌঁছান ততক্ষণে বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছিল। যার ফলে নির্ধারিত সময়ের শো না করে কিছুটা কম পারফর্মেন্স করেই চলে আসতে হয়েছিল তাকে। যেটা অনেকেই ভালোভাবে দেখেননি। এমনকি উপস্থিত দর্শকেরাও হতাশ হয়েছে। তবে পরের দিন সকালেই আরেকটি শো ছিল যে কারণে তাকে চলে আসতে হয়েছিল।
সেই মর্মেই অভিনেত্রীর জানান, ‘হলদিয়া চাউলখোলা অল স্টার ক্লাব এর অনুষ্ঠানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। সাথে কিছু ভুল বোঝাবুঝি। সব মিলিয়ে একটি বিশৃংখলার সৃষ্টি হয়। যাইহোক অভিনেত্রী নিজকৃতকর্মের জন্য ক্ষমাপ্রার্থী। এর সাথে ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ করবো, আপনারা সেলিব্রিটি আনেন তারা তাদের মত অনুষ্ঠান করে তাদের কৃতকর্মের বোঝা কেন সহশিল্পীদের আটকে রেখে রাগ মেটানো হয়। এগুলি অবিলম্বে বন্ধ করুন’।
প্রসঙ্গত, শিল্পীদের অনুষ্ঠানে দিকেই হেনস্থার শিকার হওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিক শিল্পীরা এমন অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়াতে নিজেদের মন্তব্য রেখেছেন। কিছুটান আগে গায়িকা ইমন চক্রবর্তীও এক অ্যাওয়ার্ড শোয়ে হেনস্থার শিকার হয়েছিলেন। গোটা ঘটনা নিয়ে একটি ফেসবুক লাইভ করেছিলেন তিনি। যেটা ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল।