• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মজা করেই প্রেমিকা জেনেলিয়াকে ‘ব্রেকাপ’ মেসেজ পাঠিয়েছিলেন রিতেশ দেশমুখ! তারপর যা হল…

Published on:

বলিউডের সবচেয়ে মিষ্টি রোমান্টিক জুটির কথা বললেই সবার প্রথমে মাথায় আসে রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’সুজার নাম। ‘তুঝে মেরি কসম’ সিনেমার সেটে এই দুই তারকার সম্পর্কের রসায়ন জমাট বেঁধেছিল। তাদের মিষ্টি প্রেম যে কাউকেই হার মানাবে। সিনেমায় কাজ করতে করতেই তাদের প্রেম তারপর সাত পাকে ঘুরে এখন জমিয়ে সংসার করছেন এই দম্পতি।

সম্প্রতি কপিল শর্মার শোতে গিয়েছিলেন জেনেলিয়া এবং রিতেশ। সেখানেই তাদের সম্পর্ক নিয়ে মজার কথা শেয়ার করেন দম্পতি। রিতেশ এমনই একটি অতীতের মজার ঘটনা ভাগ করে নিতে গিয়ে জানান, একসময় যখন তারা ডেটিং করছিল তখন প্র‍্যাঙ্ক বা মজা করেই প্রেমিকা জেনেলিয়াকে তিনি ফোন করে জানিয়েছিলেন যে তিনি ‘ব্রেকাপ’ চান। কিন্তু জেনেলিয়া এই প্র‍্যাঙ্কটিকে বুঝতে ব্যর্থ হন এবং ব্যাপারটিকে গুরুতর ভেবে বসেন। আর তারপর থেকেই নাকি অভিনেতা জেনেলিয়ার সঙ্গে আর প্র‍্যাঙ্ক করার সাহস পান না।

এমন জুটির প্রশংসায় পঞ্চমুখ সকলেই। ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনেলিয়া ও রিতেশ। রিতেশ এবং জেনেলিয়াকে তাদের জীবনের কয়েকটি অভিজ্ঞতা ভাগ করে আরও একটি মজার ঘটনা জানান। শো’তে তারকা রিতেশ জানান, দক্ষিণে অনেকে তাকে জেনেলিয়ার স্বামী বলে সম্বোধন করেছিলেন এবং এতে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। রিতেশ এর পাল্টা তাদের বলেছিলেন যে তিনি তাঁদের বলেছিলেন যে মুম্বইয়ে জেনেলিয়াকে সবাই রিতেশের স্ত্রী হিসেবে চেনে। তবে ভক্তরা বলেছিলেন, ‘সে যাই হোক, কিন্তু আপনি কর্ণাটকের তামিলনাড়ুর অন্ধ্র প্রদেশে জেনেলিয়ার স্বামী’ ‘

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥