বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রিতেশ দেশমুখ (Ritesh Deshmukh) গত কয়েক বছর ধরেই হিন্দী এবং মারাঠী ছবিতে ‘ধামাল’ করে এসেছেন। কমেডি ঘরানার ছবিতে তার অনবদ্য অভিনয় হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে দেয়। ‘ধামাল’, ‘গ্র্যান্ড মাস্তি’, ‘হাউজফুল’ ও ‘এক ভিলেন’-এর মতো তুমুল জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে সুখবর এই যে এবার রিতেশ পা রাখতে চলেছেন টলিউডে।
বাংলা ছবি ‘অন্তর্দৃষ্টি’ তে এবার দেখা যাবে অভিনেতা রিতেশ দেশমুখকে, তার সঙ্গে নায়িকার চরিত্রে থাকবেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna sengupta) । এটি নির্মিত হচ্ছে স্প্যানিশ সিনেমা ‘জুলিয়াস আইস’-এর রিমেক হিসেবে। ছবিটি পরিচালনা করছেন কবীর লাল।
ইতিমধ্যেই সিনেমার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আর বিশেষ অতিথি চরিত্রে থাকছেন রিতেশ। কোনো একটি অংশে ঋতুপর্ণার বস হিসেবে দেখা মিলবে বলি অভিনেতা রিতেশের। মুম্বই-এ এই মুহুর্তে শ্যুটিং চলছে, এর আগে উত্তরাখন্ডে ছবির কিছু অংশ শ্যুট হয়েছে। ইতিমধ্যেই রিতেশের সঙ্গে রিতেশের আড্ডা বেশ জমে উঠেছে বলেও জানাম অভিনেত্রী।
রিতেশের সঙ্গে এটি ঋতুপর্ণার দ্বিতীয় ছবি। এর আগে পরিচালক ডেভিড ধাওয়ানের ‘ডু নট ডিসটার্ব’ ছবিতে রিতেশের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন ঋতুপর্ণা। অভিনেত্রী বলেন, বাংলা ছবিতে কাজ করার ইচ্ছা রয়েছে রিতেশের। ভাল চিত্রনাট্যের সন্ধানে রয়েছেন তিনি। তা পেলে বাংলা ছবিতে আরো কাজ করবেন বলে নাকি জানিয়েছেন বলি অভিনেতা।
এই ছবিতে রিতেশ বাদেও থাকছে আরও বড় চমক। ‘অন্তদৃষ্টি’তে ঋতুপর্ণার সঙ্গে প্রথমবারের জন্য জুটি বাঁধছেন শন। থ্রিলার ধর্মী এই ছবিটি শুধু বাংলা নয়, হিন্দি, তামিল, কন্নড় সহ মোট চারটি ভাষায় রিমেক হচ্ছে। হিন্দীটিতে অভিনয় করছেন অভিনেত্রী, তাপসী পন্নু।