• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রজাতন্ত্র দিবসে অন্যরূপে টলিপাড়ার সেক্সী ডিভা ঋতাভরী চক্রবর্তী, তুমুল ভাইরাল ছবি

Published on:

ঋতাভরী চারকাবর্তী প্রজাতন্ত্র দিবস পালন Ritabhari Chakraborty Republis Day

বাংলা টেলিভিশন সিরিয়াল (Bengali serial) থেকে ‘ওগো বধূ সুন্দরী’ দিয়ে কেরিয়ারের শুরু অল্প দিনের মধ্যেই নিজগুণে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান ঋতাভরী চক্রবর্তী (ritabhari Chakrabarty) । সেদিনের সেই ছটফটে ছোট্ট ললিতা আজকাল টলিপাড়ার নয়া সেনসেশন। অভিনয়ের পাশাপাশি চাবুক ফিগার, মিষ্টি হাসি, আবেদনময়ী চাহনি আর সাহসীকতার কারণে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। টলিউডের সিনেমার পাশাপাশি বলিউড, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও সবমিলিয়ে তার কাজের অভাব নেই।

ঋতাভরী চারকাবর্তী প্রজাতন্ত্র দিবস পালন Ritabhari Chakraborty Republis Day

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ঋতাভরী। মাঝেমধ্যেই নানান অবতারে ছবি ভিডিও পোস্ট করে অনুরাগীদের মনে ঝড় তোলেন ঋতাভরী। দিন কয়েক আগেই তার কালো ডিপনেক পোশাকে বোল্ড লুকের ছুটি মাতিয়ে রেখেছিল নেটপাড়া। পুজোর পরেই শ্যুটিং ফ্লোরে ফিরে গিয়েছেন অভিনেত্রী,মন দিয়েছেন কাজে।

ঋতাভরী চারকাবর্তী প্রজাতন্ত্র দিবস পালন Ritabhari Chakraborty Republis Day

তবে এবার সেই বোল্ড সেক্সি ঋতাভরী ধরা দিয়েছেন সম্পূর্ণ নতুন অবতারে। আজ ৭২ তম প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিন ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের সাথে পালন করলেন অভিনেত্রী ঋতাভরী। পতাকা উত্তোলন থেকে শুরু করে বাচ্চাদের ঝালমুড়ি আর কেক খাওয়ালেন অভিনেত্রী।

ঋতাভরী চারকাবর্তী প্রজাতন্ত্র দিবস পালন Ritabhari Chakraborty Republis Day

আর সারাদিনের এই আনন্দের মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে তার মধ্যে থেকেই কিছু ছবি শেয়ার করেছেন ঋতাভরী তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। যেমনটা জানা যাচ্ছে আজ অভিনেত্রী আইডিয়াল স্কুল ফর দা ডিফ নামের এক প্রতিদ্বন্দ্বী বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবস পালন করেছেন। আর স্কুলের ছাত্রছাত্রীদের সাথেই ভাগ করে নিয়েছেন খুশির মুহূর্তগুলি।

ঋতাভরী চারকাবর্তী প্রজাতন্ত্র দিবস পালন Ritabhari Chakraborty Republis Day

ছবি শেয়ার করে ঋতাভরী সকলকে ৭২ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সাথে ধন্যবাদ জানিয়েছেন আরো কিছু লোকেদের যাদের জন্য আজকের দিনটি অভিনেত্রী এতটা স্পেশাল করে তুলতে পেরেছেন। শেয়ার করার পর থেকে এই ছবিগুলি ধীরে ধীরে দারুন ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥