বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত সুন্দরী এবং প্রতিভাবান একজন অভিনেত্রী হলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। অভিনয়ের পাশাপাশি তাঁর রূপ নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চা চলতে থাকে। ঋতাভরী যে কতজনের ‘ক্রাশ’ তা গুনে শেষ করা যাবে না। সম্প্রতি টলিপাড়ার এই নায়িকাই ‘বেশরম’ অবতারে নিজের ভিডিও শেয়ার করেছেন। যা দেখে একেবারে হাঁ হয়ে গিয়েছেন প্রত্যেকে।
ঋতাভরীর অভিনয় যেমন দুর্দান্ত তেমনই তাঁর ফ্যাশান সেন্সও দারুণ। শুধুমাত্র কিউটই নয়, বোল্ড (Bold) লুকেও চমকে দিতে পারেন তিনি। সম্প্রতি নিজের এমন একটি বোল্ড ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী যা দেখার পর রীতিমতো ঘাম ছুটে গিয়েছে প্রত্যেকের। সেই সঙ্গেই প্রত্যেকে তারিফ করেছে তাঁর এই ‘ফাটাফাটি’ লুকের।
টলিপাড়ার এই সুন্দরী অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন। কখনও তাঁকে দেখা যায় শাড়িতে, কখনও আবার পাশ্চাত্য পোশাকে। মাঝেমধ্যে আবার বিকিনি (Bikini), মনোকিনির মতো সাহসী পোশাকেও ক্যামেরাবন্দি হন তিনি। সম্প্রতি সমুদ্রের জলে এমনই সাহসী লুকে ধরা দিয়েছেন ঋতাভরী।
‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ অভিনেত্রী সম্প্রতি একটি বিশেষ কাজের সূত্রে থাইল্যান্ড গিয়েছিলেন। চলতি বছরের ক্যালেন্ডার শ্যুট করার জন্য সেখানকার নীল জলের সমুদ্রকে বেছে নেন ঋতাভরী। সেই শ্যুটেরই একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।
ঋতাভরীর শেয়ার করা এমনই একটি পোস্টে দেখা যাচ্ছে, সবুজ রঙের অন্তর্বাস এবং সাদা রঙের শার্ট পরে রয়েছেন তিনি। তবে শার্টের বেশ কয়েকটি বোতাম খোলা। ফলে সেই ফাঁক থেকে উঁকি মারছে অভিনেত্রীর অন্তর্বাস। তবে ঋতাভরী ব্যস্ত জলকেলি করতে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে ‘পাঠান’ ছবির ‘বেশরম রঙ’ গান।
View this post on Instagram
ঋতাভরীকে এমন লাস্যময়ী রূপে দেখে নেটিজেনদের একাংশ একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন। অভিনেত্রীর পোস্টে কমেন্ট করে সেকথা জানিয়েছেন তাঁরা। তবে অনেকের আবার অভিনেত্রীর এই ভিডিও একেবারেই ভালোলাগেনি। ফলে তাঁরা আবার অভিনেত্রীকে উদ্দেশ্য করে নানান তির্যক মন্তব্য করেছেন। সব মিলিয়ে ঋতাভরীর এই ‘বেশরম’ লুক যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।